
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত
খেলা ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৩:৫৬
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। মাত্র এক বছরের মাথায় বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন তিনি। অবশ্য শান্ত থেকে ওয়ানডের নেতৃত্ব কেড়ে নিয়েছিল বিসিবি। সেই অভিমানেই হয়তো এবার টেস্ট থেকে সরে দাঁড়ালেন তিনি।
কলম্বোতে দ্বিতীয় টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। মূলত এক ড্রেসিংরুমে ৩ জন অধিনায়ক এটা কঠিন হচ্ছিল শান্তর কাছে। ফলে বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে না পারায় সাদা পোশাকের কালো স্যুট তুলে রেখেছেন তিনি।
টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত আজ বলেন, ‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিস্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি এটাতে দলের ভালো কিছুই হবে।’
নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন, ‘এই ড্রেসিংরুমে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’
শান্ত আরো বলেন, ‘আমি আশা করব, কেউ যেন এরকম না মনে করে যে আমি ব্যক্তিগত কোনো কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি। আমি নিশ্চিত করলাম, এটা দলের ভালোর জন্য, এখানে ব্যক্তিগত কিছু নেই।’
এমআই