Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে যত রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে যত রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৭ জুলাই ২০২৫, ১২:৩০

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারেই ১৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। শরিফুলের সেই ওভারে অবশ্য ‘বিগ ফিশ’ কুশল মেন্ডিসকে হারিয়েছে লঙ্কানরা। ম্যাচের বাকি সময়টাতে দক্ষতার ঝলকানি দেখালেন স্পিনার শেখ মেহেদী। বাকি স্পিনাররাও কোনো অংশে কম ছিলেন না। তাতে ১৩২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

টি-টোয়েন্টি ম্যাচ বিবেচনায় বাংলাদেশ ছোট লক্ষ্যই তাড়া করতে নেমেছিল। তবে আম্পায়ার্স কলে ইনিংসের প্রথম বলেই ওপেনার পারভেজ ইমনের উইকেট হারায় টাইগাররা। তাতে দমে যায়নি অধিনায়ক লিটন ও আরেক ওপেনার তানজিদ হোসেন। স্ট্রাইক রোটেশনেই শ্রীলঙ্কা থেকে ম্যাচ বের করে এনেছিলেন এই দুই ব্যাটার।

লিটন ৩২ করে আউট হলেও তানজিদ অপরাজিত ৭৩ রান করেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সিরিজের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি একাধিক কীর্তিতে নাম লেখায় বাংলাদেশ দল।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে গতকালই প্রথমবার সিরিজ জিতে বাংলাদেশ। এর আগে দেশ-বিদেশ মিলিয়ে কখনোই সিরিজ জিততে পারেনি টাইগাররা। এমনকি শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজে জয়ের দেখা পেয়েছে লিটনরা। লঙ্কানদের মাটিতে কোনো সংস্করণেই আগে সিরিজ জিতেনি বাংলাদেশ।

এদিকে বিদেশি ভেন্যুতে প্রেমাদাসা স্টেডিয়ামের সঙ্গে বাংলাদেশের সখ্যতা বেশ। বিশ ওভারের ক্রিকেটে এই মাঠে সবশেষ চার ম্যাচের সবগুলোই জিতেছে টাইগাররা। বিদেশের কোনো ভেন্যুতে টানা এত ম্যাচ জেতার রেকর্ড নেই বাংলাদেশ দলের।

শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও রেকর্ড, হারলেও রেকর্ড!

প্রথম ম্যাচে হারার পরেও শেষ দুই ম্যাচ জিতে দ্বিতীয়বার সিরিজ জয় পেল বাংলাদেশ। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম এমন সিরিজ জয় দেখা গিয়েছিল। এরপর প্রথম ম্যাচ হারার পর তিনবার সিরিজে সমতা এনেও শেষ পর্যন্ত জয় পায়নি টাইগাররা। এবার ডাম্বুলায় ব্যর্থতার শিকল ভেঙেছে লিটনের দল।

শ্রীলঙ্কার মাটিতে তাদের তুলনায় বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয় বাংলাদেশের। লঙ্কানদের মাটিতে এখন পর্যন্ত ৫ ম্যাচ জিতেছে টাইগাররা। যেখানে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে মাত্র তিন জয় রয়েছে শ্রীলঙ্কার।

এমআই