Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আশা দেখাচ্ছে যে সমীকরণ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আশা দেখাচ্ছে যে সমীকরণ

খেলা ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ১৩:০৮

আট বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও সিরিজ হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচে পরাজয় গুনেছে লিটনের দল। তবে দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল।

বিশ ওভারের সিরিজে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে আজ জিততে পারলেই সিরিজ জয় করবে লাল-সবুজের প্রতিনিধিরা। হারলে অবশ্য তিন সিরিজের ফলাফলে হতাশ হয়ে দেশে ফিরতে হবে লিটনদের। তবে সফরের শেষটা যেভাবেই হোক রাঙাতে চাইবে সফরকারীরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে ৮৩ রানের বড় জয় বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে। তাতে কলম্বো থেকে সিরিজ জিতে ফিরতে চায় টাইগাররা।

আগের ম্যাচের বড় জয়ের পাশাপাশি বাংলাদেশকে সিরিজ জয়ের আশা দেখাচ্ছে ভিন্ন সমীকরণ। কলম্বোর এই ভেন্যুই যে টাইগারদের জন্য সৌভাগ্যের প্রতীক। প্রেমাদাসায় এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার সবশেষ তিন ম্যাচই জিতেছে লাল-সবুজের দল।

প্রেমাদাসায় সর্বশেষ ২০১৮ সালে বিশ ওভারের ক্রিকেট খেলেছিল টাইগাররা। নিদহাস ট্রফির সেই দুই ম্যাচে শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ দল। যেখানে প্রথম ম্যাচে ২১৫ রানের লক্ষ্য দিয়েও জিততে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের বীরত্ব গাঁথা সেই ইনিংস এখনো দর্শকদের মনে গেঁথে আছে।

চলমান সফরের ওয়ানডে সিরিজের একমাত্র জয়ও এসেছিল এই ভেন্যুতে। এমনকি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও সেই ম্যাচে ব্যাটিং ধসের আগে দুর্দান্ত খেলেছিল টাইগাররা। সবমিলিয়ে কন্ডিশন আর অতীত স্মৃতিতে আজ কলম্বোর প্রেমাদাসায় সিরিজ জয়ের বড় স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ দল।

এমআই