
অস্ট্রেলিয়া সফরের আগে নতুন সিরিজ আয়োজন বিসিবির
খেলা ডেস্ক
১২ জুলাই ২০২৫, ২০:০৬
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ৯ আগস্ট ডারউইনের উদ্দেশে উড়াল দেবে টাইগাররা। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে চট্টগ্রামে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে হবে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
বিষয়টি নিশ্চিত করেছেন এইচপির ম্যানেজার জামাল বাবু। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৫ আগস্ট এই সিরিজ অনুষ্ঠিত হবে। পরে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও একটি চার দিনের ম্যাচ খেলতে ৯ তারিখে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে লাল-সবুজের দল।
বিসিবির এক ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ‘এ’ ও এইচপি দল সমন্বয় করে অস্ট্রেলিয়া সফরের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে। অস্ট্রেলিয়া সফরের সম্ভাব্য ক্রিকেটার হিসেবে সকালে আকবর আলি, আফিফ হোসেন, হাসান মাহমুদ, রেজাউর রহমান রাজারা আজ মিরপুরে অনুশীলন করেছেন।
এ ছাড়া গত ১৭ জুন থেকে চট্টগ্রামে অনুশীলনে ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন রকিবুল হাসান, রিপন মন্ডল, জিসান আলমসহ এইচপি কোর ইউনিটে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার। এবার এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বিসিবি।
আগামী মাসের শুরুতে নর্দার্ন টেরিটরি (এনটি) ক্রিকেট আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১১ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অতিথি দল হিসেবে অংশ নেবে বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহিনস ও নেপাল জাতীয় দল। বাকিরা অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে খেলা পরীক্ষিত দল।
উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। লিগ পর্বে মোট ৬টি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। পয়েন্ট টেবিলের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। আগামী ২৪ আগস্ট ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে।
এমআই