
স্বর্ণার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৪ মে ২০২৫, ২২:০১
বল হাতে দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন স্বর্ণা আক্তার। চার ওভারে ৩১ রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি। রান বিলানোর সেই দায় যেন ব্যাট হাতে পুষিয়ে দিলেন এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি।
প্রোটিয়াদের বোলিং তোপে মাত্র ২৩ রানের মাথায় ৪ উইকেট হারায় বাংলাদেশ। ৫১ রানে পঞ্চম উইকেট পড়লে পরাজয়ের শঙ্কায় পড়ে টাইগ্রেসরা। সেই ম্যাচ একাই ঘুরিয়ে দিলেন ১৮ বছর বয়সী স্বর্ণা। ৫ চার আর ১ ছক্কায় ফিফটির পাশাপাশি ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার।
এতে তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ ইমার্জিং নারী দল। বুধবার (১৪ মে) প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।
কক্সবাজারে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে ১১৬ রানে থামিয়ে দিয়ে বাংলাদেশ। পরে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী ইমার্জিং দল। প্রোটিয়াদের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ফায়ে টুনিক্লিফ। বাকিদের মধ্যে সিমোন লরেন্স ৩২, লুয়ান্ডা জুজা ২২ ও ডেলমি টাকার ১১ রান করেন।
বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম ২টি, নিশিতা আক্তার, সাবিকুন নাহার ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট পান।
— gsport4girls (@gsport4girls) May 12, 2025
ছোট লক্ষ্য পেয়েও বড় বিপদে পড়েছিলো স্বাগতিক দল। প্রথম চার ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেননি; দিলারা আক্তার ৯ ও রুবাইয়া হায়দার ৮ রান করলেও মিষ্টি শাহা ও শারমিন সুলতানা রানের খাতাই খুলতে পারেননি। আফিয়া আশিমা কোনোমতে ২০ বলে ১২ রান করেন।
এরপর বিধ্বংসী ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। সাত নম্বরে নেমে ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। তাকে ২৫ রান করে সঙ্গ দেন ফারজানা ইয়াসমিন। প্রোটিয়াদের হয়ে ম্যারি মার্ক্স ও লেয়াহ জোনস ২টি করে উইকেট নেন।
এমআই