
ওয়েস্ট ইন্ডিজের ভুলে যেভাবে বিশ্বকাপে বাংলাদেশ
খেলা ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ২০:৪০
১০ কিংবা ওভারেই করতে হবে ১৬৭ রান। বিষয়টি অসম্ভব মনে হলেও ব্যাটিংয়ে ক্যারিবিয়ান বলে যত আলোচনা। সেই আলোচনার স্বার্থকতাই যেন করে দেখালে হ্যালি ম্যাথিউসের দল। থাই বোলারদের ছাতু পেটা করে মাত্র ১০ ওভারেই ১৫৬ রান করে বসেছে ক্যারিবিয়ানরা। এরপর সমীকরণ দাঁড়ায় এক ওভারে ১১ রান।
সেই ১১ রান নিতে আবার ভিন্ন সমীকরণ ছিল ক্যারিবিয়ান মেয়েদের সামনে। ১১ ওভারের মধ্যে ম্যাচ টাই করে জয়ের জন্য ছক্কা হাঁকাতে হবে। কিন্তু সেখানেই গড়বড় করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ ওভারের দ্বিতীয় বলে উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এরপর ৪ বলে প্রয়োজন ছিল ১০ রান।
Bangladesh grab the second spot in the Qualifier and seal their place in the ICC Women's Cricket World Cup 2025
Posted by ICC - International Cricket Council on Saturday, April 19, 2025
দশম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকায় ওয়েস্ট ইন্ডিজ, পরের বলে ১ রান। বাকি দুই বলে ৫ রান প্রয়োজন ছিলো ক্যারিবিয়ানদের। সেক্ষেত্রে ওভারের ৫ম বলে বাউন্ডারি এবং পরের বলে ছক্কা হাঁকালেই বিশ্বকাপে চলে যেত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সমীকরণের চালে এখানেই গড়বড় করে ফেলে ক্যারিবিয়ানরা।
দশম ওভারের পঞ্চম বলে ৬ হাঁকিয়ে বসে স্টেফেইন টেইলর। তাতে ওয়েস্ট ম্যাচ জিতলেও রান রেটের সমীকরণে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়েছে। ক্যারিবিয়ানদের এই ভুলে বিশ্বকাপের টিকিট পেয়ে যায় বাংলাদেশ নারী দল। ফলে ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে লাল-সবুজ প্রতিনিধিদের দেখা যাবে।
এর আগে একবারই ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২০২২ সালে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছিল নিগার সুলতানার দল।
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী দল
Posted by Khela.com on Saturday, April 19, 2025
এদিকে বিশ্বকাপের টিকিট কাটতে নিবেদনের এতটুকু কমতি ছিল না ক্যারিবিয়ানদের। দলের অধিনায়ক হ্যালি ম্যাথিউস ২৯ বলে ৭০ রান করেছেন। তিনি যখন ফিরলেন ৩ ওভারে হিসাব মেলাতে ৬২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজরে। এরপর শিনেল হেনরি ১৭ বলে ৫ ছক্কায় ৪৮ রান করলেও হিসাব মেলেনি ক্যারিবীয় মেয়েদের।
ম্যাচ শেষে বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +০.৬২৬ নেট রান রেট নিয়ে। ১০.৫ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে ম্যাচ জিতেও তবু বিশ্বকাপের দৌড়ে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে টানা ৩ ম্যাচ জিতে রান রেটে নিজেদের শানিত করা বাংলাদেশ শেষ দুই ম্যাচ হেরেও পেল বিশ্বকাপের টিকিট।
এমআই