
এবার গামিনির বাধার মুখে লেগ স্পিনার বিপ্লব, নেপথ্যে কী?
খেলা ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৪:১৪
দেশের ক্রিকেট পাড়ায় আলোচিত নাম বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটারের আচরণ নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ দীর্ঘদিনের। বিসিবির পিচ সামলানোর দায়িত্বে থাকা গামিনির স্বেচ্ছাচারী আচরণ নিয়েও সমালোচনা কম হয়নি। তবুও এই কিউরেটরের আচরণে পরিবর্তন আসেনি।
বিসিবির মাঠে ক্রিকেটাররা অনুশীলন করতে গেলে প্রায়ই গামিনির বাধার শিকার হন। এমনকি অনুশীলন করতে আসা ক্রিকেটারদের হঠাৎ অনুশীলন থামিয়ে দেওয়া, জোর করে ফেরত পাঠানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবার লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপল্পের সঙ্গে একই কাজ করলেনর গামিনি।
ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্স দলে খেলা আমিনুল ইসলাম বিপ্লব সকালে একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন। কিন্তু ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিতে আসা বিপ্লবকে অনুশীলন করতে দেয়নি বিসিবির মাঠকর্মীরা। এমনকি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার আরাফাত সানি জুনিয়রকে আটকে দেন তারা।
sorry প্র্যাকটিস টাইম এর আগে এক্সট্রা প্র্যাকটিস করলে উইকেটের ঘাস নষ্ট হয়ে যাবে
Posted by Aminul islam Biplob on Monday, April 14, 2025
বিষয়টি বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাকে জানানো হলেও তিনি তাতে সায় দেয়নি। বরং গামিনির অনুমতি না থাকায় বিপ্লব-সানিকে অনুশীলন ছাড়াই একাডেমি মাঠ ছাড়তে হয়েছে।
অনুশীলন করতে বাধাগ্রস্ত হওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন লেগ স্পিনার বিপ্লব। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার লিখেন, ‘দুঃখিত, নির্ধারিত সময়ের অনুশীলনের আগে বাড়তি অনুশীলন করলে উইকেটের ঘাস নষ্ট হয়ে যাবে।’
বিসিবি সূত্র বলছে, একাডেমি মাঠে অনুশীলনের জন্য নির্দিষ্ট সময়সূচি থাকে। আজ ছয়টি দলের অনুশীলনের সূচি আছে ওই মাঠে। এই সূচিতে যাতে কারও জন্য সাংঘর্ষিক না হয়, সে কারণেই অতিরিক্ত বা নির্ধারিত সময়ের আগে কাউকে অনুশীলনের সুবিধা দিতে চাননি কিউরেটর গামিনি।
এমআই