Advertisement
Us Bangla Airlines
সাব্বির-নাসিরকে স্কোয়াডে রেখে দল ঘোষণা

সাব্বির-নাসিরকে স্কোয়াডে রেখে দল ঘোষণা

খেলা ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এই আসরকে ঘিরে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে রাজশাহী ও রংপুর বিভাগ। দুই দলের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার — সাব্বির রহমান এবং নাসির হোসেন।

রাজশাহীর নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। তার দলে রয়েছেন সাব্বির রহমান, তাইজুল ইসলাম, নাহিদ রানার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এছাড়া এশিয়া কাপ স্কোয়াডে থাকা তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়কে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের নেতৃত্বে থাকছেন আকবর আলী। দলে জায়গা পেয়েছেন সাবেক জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। তার সঙ্গে রয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, মুশফিক হাসান ও আব্দুল্লাহ আল মামুন। স্ট্যান্ডবাই তালিকায় আছেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

রাজশাহীর স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা।

রংপুরের স্কোয়াড:

অনিক সরকার, মিম মোসাদ্দেক, তানবীর হায়দার খান, আকবর আলী, আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন, আবু হাসিম, এনামুল হক এনাম, আলাউদ্দিন বাবু, রাফিউজ্জামান রাফি।

এমআই