
খেলা হচ্ছে না ফাহমিদুলের, বাংলাদেশ ফুটবলে নতুন ২ দুঃসংবাদ
খেলা ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১৫:৪৭
হামজা জ্বরে ভুগছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। জাতীয় ফুটবল দলে খেলতে গতকাল বাংলাদেশের মাটিতে পা রেখেছেন হামজা চৌধুরি। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। তবে হামজার আগমনের উন্মাদনার মাঝেই তিন দুঃসংবাদ দিল বাংলাদেশ ফুটবল।
ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে শিগগিরই বাংলাদেশের জার্সিতে দেখা যাচ্ছে না। আজ সকালে সৌদি আরবের তায়েফ থেকে জাতীয় দলের ক্যাম্প শেষ করে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। সৌদিতে অনুষ্ঠিত সেই ক্যাম্পে ফাহমিদুল সপ্তাহখানেক অবস্থান করলেও ঢাকায় ফিরেননি।
কোন কারণে ফাহমিদুল জাতীয় দলের সঙ্গে নেই তার নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তবে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব কিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’
ইতালিতে ওলবিয়া ক্যালসিও ক্লাবের হয়ে খেলেন বাংলাদেশি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। গত ৯ মার্চ ইতালি থেকে ক্যাম্পে যোগ দেন তিনি। এমনকি একটা অনুশীলন ম্যাচও খেলেছেন এই ফুটবলার। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে ঢাকায় ফিরেননি তিনি। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ২০ মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে। এর আগে আরও দুটো দুঃসংবাদ জানিয়েছে বাংলাদেশ দল। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পাপন সিং, সুশান্ত ত্রিপুরা। দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু ও তারিক কাজীও ফুল ফিট নন। ফলে ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা।
এমআই