
অকৃত্রিম ‘বন্ধু’ চোটের সঙ্গে নেইমারের ফের সাক্ষাৎ!
খেলা ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ১৩:০৯
ব্রাজিলিয়ান তারকা নেইমার দ্য জুনিয়রের বন্ধু তালিকা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু চোটের সঙ্গে তার অকৃত্রিম বন্ধুত্ব নিয়ে প্রশ্ন ওঠার কারণ নেই। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, নেইমার চোটে পড়বেন না- সেটাই যেন বড় বিস্ময়ের। ক্যারিয়ারের শুরু থেকেই নেইমারকে যেন দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে বেরসিক ইনজুরি।
এই চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন ৩৩ বছর বয়সী নেইমার। অতঃপর ১৬ মাস পর ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। আগামী ২০ মার্চ কলম্বিয়া ও ২৫ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলার কথা রয়েছিল তাঁর। কিন্তু সেই চোটের বিড়ম্বনায় নেইমারের জাতীয় দলে ফেরা আরও দীর্ঘতর হয়েছে।
— Fabrizio Romano (@FabrizioRomano) March 14, 2025
গত ২ মার্চ ব্রাগান্টিনোর বিপক্ষে শৈশবের ক্লাব সান্তোসের ২-০ গোলের জয়ের ম্যাচে পেশির চোট পান নেইমার। শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে যে, চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে ইনজুরির কারণে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন ও ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলোও।
তাদের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক, লিওঁর গোলরক্ষক লুকাস পেরি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার আলেক্স সান্দ্রো।
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর থেকেই আমাদের মেডিকেল টিম চোটগ্রস্ত খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করছিল। নেইমার, দানিলো ও এডারসনের চোটের গভীরতা বিবেচনা করে আমরা তাদের বদলে লুকাস পেরি, আলেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে নিয়েছি।’
উল্লেখ্য, ব্রাজিলের হয়ে নেইমার সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। এর মাঝে সৌদি প্রো লিগ থেকে স্বেচ্ছায় বিদায় নিয়েছিলেন। সেই চোটের কারণে আল হিলালের হয়ে দেড় বছরের খেলেছিলেন মোটে ৭ ম্যাচ।
দেশে ফেরার তাড়না আর চোট থেকে মুক্তি পাওয়ার আশায় নেইমার পাড়ি জমিয়েছিলেন নিজের শৈশবের ক্লাব সান্তোষে। কিন্তু বন্ধু ‘চোট’ থেকে আর মুক্তি পাওয়া হলো কই!
এমআই