Advertisement
Us Bangla Airlines
ফের ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব, তদন্তে নেমেছে পুলিশ

ফের ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব, তদন্তে নেমেছে পুলিশ

খেলা ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৭

ভারতের উত্তরপ্রদেশে চলমান টি-টোয়েন্টি লিগে ফের উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। ‘কাশী রুদ্র’ দলের ম্যানেজার অর্জুন চৌহানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে লখনৌ পুলিশ। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন বিভাগকেও জানিয়েছেন চৌহান।

চৌহানের অভিযোগ অনুযায়ী, ‘ভিপস নাকরানি’ নামে একটি সন্দেহভাজন অ্যাকাউন্ট থেকে তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়। ওই ব্যক্তি নিজেকে একজন বড় বুকি হিসেবে পরিচয় দিয়ে চৌহানকে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে বলেন এবং এর বিনিময়ে ১ কোটি টাকা এবং আলাদাভাবে ৫০ লাখ টাকা কমিশনের প্রস্তাব দেন।

বিসিসিআইয়ের পরামর্শে চৌহান কিছু সময় ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখেন, যাতে প্রযুক্তিগতভাবে সব মেসেজ ও ফোন কল রেকর্ড করা যায়। এসব রেকর্ড তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, চৌহানের সুবিধামতো নগদ বা ডলারে টাকা পরিশোধ করা হবে এবং ক্রিকেটাররা পরিকল্পনা অনুযায়ী খেললে ম্যাচ শেষে তাৎক্ষণিক অর্থ প্রদান নিশ্চিত করা হবে।

লখনৌ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতীয় পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারা অনুসারে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত অ্যাকাউন্ট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নজরদারিতে রয়েছে।

উল্লেখ্য, ১৭ আগস্ট শুরু হওয়া উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ভুবনেশ্বর কুমার, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, শিবম মাভি, মহসিন খানসহ জাতীয় দলের সম্ভাবনাময় একাধিক ক্রিকেটার।

এমআই