
তামিমের দাবিকে উড়িয়ে দিলেন বিসিবি পরিচালক
খেলা ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮
আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচন। গত সপ্তাহে সিলেটে হওয়া সংবাদ সম্মেলনে শেষে এমন তথ্য জানিয়েছে টাইগার বোর্ড। গঠনতন্ত্রের পঞ্চম অধ্যায়ের অনুচ্ছেদ ১৯(ক) অনুসারে ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বোর্ড।
বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন নির্বাচনে অংশ নেবেন। জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্যাটাগরি-১ থেকে নির্বাচনে লড়বেন তিনি। অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরিচালক পদে দাঁড়িয়ে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
নির্বাচনে অংশ নিতে চলা বুলবুল এখনই পদত্যাগ না করলে নির্বাচনের সুষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠবে বলে জানিয়েছেন তামিম। গত পরশু এক টেলিভিশন সাক্ষাৎকারে তামিম এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে তামিমেম এমন দাবিকে নাকোচ করে দিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।
তিনি বলেন, ‘যে তিনজন নির্বাচন কমিশনার দায়িত্বে আছেন, তাঁরা কারও সঙ্গেই বোর্ডের প্রত্যক্ষ সংশ্লিষ্ট নন। সর্বশেষ কয়েকটি নির্বাচনেও (গঠনতন্ত্র অনুযায়ী) সভাপতি কমিশন গঠন করেছেন। এবারও তাই হয়েছে। এখানে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, একজন ক্রীড়া পরিষদের এবং একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। স্বার্থের কোনো সংঘাত দেখি না।’
তিনি আরও বলেন, ‘যদি সভাপতি তাঁর খুব ঘনিষ্ঠ কাউকে দিতেন, তাহলে বলার ছিল। কিন্তু এখানে তা হয়নি।’
গুঞ্জন আছে, সাবেক সভাপতি ফারুক আহমেদও নির্বাচনে প্রার্থী হতে পারেন। এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘ফারুক ভাই এলে ভালো ব্যাপার হবে। তামিমেরও ভালো ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে, বর্তমান সভাপতি আমিনুলও অনেক কাজ করেছেন। ফারুক ভাই নির্বাচক ছিলেন, সভাপতিও ছিলেন। যদি অভিজ্ঞ মানুষ বোর্ডে আসেন, তবে ক্রিকেটের জন্য ভালো।’
এমআই