Advertisement
Us Bangla Airlines
৬২ রান করেও অসন্তুষ্ট তামিম, জানালেন দ্বিতীয় ম্যাচের পরিকল্পনা

৬২ রান করেও অসন্তুষ্ট তামিম, জানালেন দ্বিতীয় ম্যাচের পরিকল্পনা

খেলা ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ২১:১২

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের এক-তৃতীয়াংশ রান করেছিলেন তানজিদ হাসান তামিম। ১৬৭ রানের মধ্যে একাই ৬২ রান করেছিলেন এই ওপেনার। তবে এমন ইনিংস খেলার পরও নিজেকে নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না তিনি। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শোনালেন হতাশার গল্প।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল আমি সেটা পূরণ করতে পারিনি। সেদিক থেকে বলব যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম হ্যাঁ, আমি ভালো খেলেছি—দলের জন্য খেলতে পেরেছি।’

তিনি বলেন, ‘আমি আর শান্ত ভাই অনেক ভালো একটা জুটি গড়েছিলাম। সেদিক থেকে বলব আমরা খানিকটা দুর্ভাগা কারণ ওই রান আউটটা। তারা অনেক ভালো ক্যাচ ধরেছে এবং ভালো একটা রান আউটও করেছে। আমার কাছে মনে হয় এটা অনেক বড় টার্নিং পয়েন্ট।’

৩৭তম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ডে নাম লেখালেন তামিম

তিনি আরও বলেন, ‘ওখান থেকে যদি আমরা একটা ৩০-৪০ রানের জুটি করতে পারতাম দুজনে মিলে। তাহলে মনে হয় ম্যাচটা আমাদের জন্য আরও সহজ হয়ে যেতো।’

সিরিজের বাকি দুই ম্যাচে ব্যাট হাতে দলের হাল ধরতে চান তামিম, ‘ব্যক্তিগত লক্ষ্য যেটা বলব—আমার সবসময় চেষ্টা থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রতি ম্যাচে দলের জন্য ভালো কিছু অবদান রাখা। দলের যেটা প্রয়োজন যেটা আমি গত ম্যাচে পূরণ করতে পারি, চেষ্টা থাকবে দলের যা প্রয়োজন পরের ম্যাচে যেন পুষিয়ে দিতে পারি।’

‘দলের লক্ষ্য হচ্ছে— যেহেতু তিন ম্যাচের সিরিজ, একটা হয়েছে এবং সামনে আরও দুই ম্যাচ বাকি আছে। আমরা দুই ম্যাচের চিন্তা করছি না কারণ সামনের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সবার সামনের ম্যাচে ফোকাস থাকবে’- যোগ করেন তিনি।

এমআই