
তাইজুলের একাই ৩২ ওভার, হতাশায় দিন পার বাংলাদেশের
খেলা ডেস্ক
২৬ জুন ২০২৫, ১৮:৫০
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে ৭৮ ওভার ব্যাট করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে মোট ছয় জন বোলার ব্যবহার করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে একাই ৩২ ওভার করেছেন তাইজুল ইসলাম। ম্যাচের ২৪তম ওভারে বাংলাদেশকে প্রথম উইকেটও এনে দিয়েছেন তিনি। তবে দিনের বাকিটা সময় হতাশায় পার করেছে টাইগাররা।
প্রায় তিন সেশন বল করে বাংলাদেশের সাফল্য কেবলই দুই উইকেট। দ্বিতীয় সেশনে তাইজুলের এনে দেওয়া প্রথম সাফল্যের পর তৃতীয় সেশনের শেষবেলায় দ্বিতীয় উইকেট পেয়েছে বাংলাদেশ। ৭৬ ওভারের প্রথম বলে নাইমের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বাংলাদেশকে উইকেট উপহার দেন ৯৩ রান করা দিনেশ চান্দিমাল।
টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন তিনি। এর আগে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। ১৪৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন তিনি। এছাড়া আরেক ওপেনার লাহিরু উদারা ৪০ রানে তাইজুলের বলে লেগ বিফোরের শিকার হয়ে বিদায় নিয়েছেন।
সবমিলিয়ে বাংলাদেশকে দ্বিতীয় দিন পুরো খাটিয়ে ২৯০ রান করে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। তাতে টাইগারদের তুলনায় ৪৩ রান এগিয়ে থেকে আগামীকাল দিন শুরু করবে স্বাগতিকরা।
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটে নেমেছিল বাংলাদেশ। শেষ দুই উইকেটে স্কোরবোর্ডে ২৭ রান যোগ তাইজুল-এবাদতেরা। তাতে ২৪৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। এরপর ব্যাট করতে নেমে ‘বাজবল’ পদ্ধতি প্রয়োগ করে শ্রীলঙ্কা। ৯ ওভারে আগেই স্কোরবোর্ডে ৫০ রান যোগ করে শ্রীলঙ্কার দুই ওপেনার।
দলীয় ৮৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তাইজুলের স্কিড করা আর্ম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লঙ্কান ওপেনার লাহিরু উদারা। চলতি সিরিজের তিন ইনিংসেই তাইজুলের বলে আউট হয়েছেন তিনি। একইসাথে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট শিকার করার মাইলফলক অর্জন করেন তাইজুল ইসলাম।
দিনের বাকি সময় টাইগারদের ব্যাটিং শৈলী দেখিয়েছে শ্রীলঙ্কা। দুই টপ অর্ডার ব্যাটার নিশাঙ্কা ও চান্দিমাল মিলে ১৯৪ রানের জুটি গড়েছেন। তবে নিজের ভুলে ৯৩ রানের মাথায় বাংলাদেশকে উইকেট উপহার দেন চান্দিমাল। তিনে নামা এই লঙ্কানকে আউট করেন নাইম হাসান।
চান্দিমালের আউটের পর নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামেন প্রবাত জয়সুরিয়া। বাংলাদেশি বোলাররা এরপর নড়েচড়ে বসলেও আর কোনো উইকেটের দেখা পাননি।
এমআই