
জুলাইয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলা কখন-কোথায়?
খেলা ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৮:৩৭
চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয় চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির এফটিপি সূচির বাইরে বাংলাদেশে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে পাকিস্তান। নতুন সিরিজকে ঘিরে ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে বিসিবি।
সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।
আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ খেলার জন্য সম্মত হয় উভয় দেশ। এর আগে গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ দল।
জুলাইয়ে পাকিস্তান সিরিজের পর আগস্টে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আইসিসির সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ৩ ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে হার্দিক পান্ডিয়ারা। ভারতের নতুন সফরকে ঘিরে ইতোমধ্যে সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।
সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট। এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে।
ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।
তবে নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বাংলাদেশে ইদানীং সফর করছে না ভারতের কোনো ক্রীড়া দল। তাতে আগস্টে ভারতের বাংলাদেশ সফর এখনো অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
---|---|---|---|
১ম ম্যাচ | ২০ জুলাই ২০২৫ | সন্ধ্যা ৬:০০টা | মিরপুর |
২য় ম্যাচ | ২২ জুলাই ২০২৫ | সন্ধ্যা ৬:০০টা | মিরপুর |
৩য় ম্যাচ | ২৪ জুলাই ২০২৫ | সন্ধ্যা ৬:০০টা | মিরপুর |
এমআই