Advertisement
Us Bangla Airlines
জুলাইয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলা কখন-কোথায়?

জুলাইয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলা কখন-কোথায়?

খেলা ডেস্ক

২৫ জুন ২০২৫, ১৮:৩৭

চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয় চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির এফটিপি সূচির বাইরে বাংলাদেশে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে পাকিস্তান। নতুন সিরিজকে ঘিরে ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে বিসিবি

সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।

অভিষেক ম্যাচেই হৃদয়-জাকেরের ব্যাটে যত রেকর্ড

আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ খেলার জন্য সম্মত হয় উভয় দেশ। এর আগে গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ দল।

জুলাইয়ে পাকিস্তান সিরিজের পর আগস্টে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আইসিসির সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ৩ ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে হার্দিক পান্ডিয়ারা। ভারতের নতুন সফরকে ঘিরে ইতোমধ্যে সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট। এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। 

‘কীভাবে বল করতে হবে, আমাদেরকে শিখতে হবে’

ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।

তবে নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বাংলাদেশে ইদানীং সফর করছে না ভারতের কোনো ক্রীড়া দল। তাতে আগস্টে ভারতের বাংলাদেশ সফর এখনো অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

ম্যাচ  তারিখ সময় ভেন্যু
১ম ম্যাচ ২০ জুলাই ২০২৫ সন্ধ্যা ৬:০০টা মিরপুর
২য় ম্যাচ ২২ জুলাই ২০২৫ সন্ধ্যা ৬:০০টা মিরপুর
৩য় ম্যাচ ২৪ জুলাই ২০২৫ সন্ধ্যা ৬:০০টা মিরপুর

এমআই