
তিন লিটার পানির দামে গ্যালারিতেই দেখা যাবে বাংলাদেশ সিরিজ!
খেলা ডেস্ক
২৮ মে ২০২৫, ১৫:৫৮
পাকিস্তান ও বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দুই দল। নতুন সিরিজকে ঘিরে সম্প্রতি টিকিটের দাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্টেডিয়ামকে দর্শকমুখী করতে সাশ্রয়ী মূল্যে টিকিট বিক্রি করছে শাদাবদের অভিভাবক সংস্থা।
টিকিট ইস্যুতে সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিসিবি মিডিয়া। এতে বলা হয়, দর্শকদের মাঠে টানতেই এবারের টিকিট মূল্যে ছাড় দেওয়া হয়েছে। সাধারণ এনক্লোজারের টিকিট পাওয়া যাবে ২০০ রুপিতে। ফার্স্ট-ক্লাস ৩০০, প্রিমিয়াম ৪০০, ভিআইপি ৫০০ এবং ভিভিআইপি ও হসপিটালিটি গ্যালারির টিকিট ২ হাজার রুপিতে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তির অর্থ দাঁড়ায়, মাত্র ২০০ রুপি খরচ করলেই বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে। সমপরিমাণ অর্থে পাকিস্তানে মাত্র ৩ লিটার পানি কেনা সম্ভব। পাকিস্তানে দেড় লিটার অ্যাকুয়াফিনা পানির দাম ১০০ রুপি। তাতে ৩ লিটার পানির দামেই লাহোরের সাধারণ এনক্লোজারের টিকিট পাওয়া যাবে।
পাকিস্তানের অর্থনীতি পিছিয়ে পড়ায় টাকার দাম কমেছে কয়েক গুণ। টাকার মানের বিচারে বাংলাদেশ থেকেও বেশ পিছিয়ে পাকিস্তান। বাবর আজমদের দেশের ২০০ রুপি বাংলাদেশি মুদ্রায় মাত্র ৮৭ টাকা। অর্থাৎ, বাংলাদেশের ৮৭ টাকা খরচ করলেই লাহোরের গ্যালারিতে বসে লিটনদের ম্যাচ অনায়াসে দেখা যাবে।
তবে সাধারণ গ্যালারির পরিবর্তে অন্য গ্যালারির টিকিট কাটতে চাইলে খরচ একটু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় ফার্স্ট-ক্লাস ১৩০, প্রিমিয়াম ১৭৩, ভিআইপি ২১৬ এবং ভিভিআইপি ও হসপিটালিটি গ্যালারির টিকিট ৮৬৩ টাকায় পাওয়া যাবে।
পিসিবি জানিয়েছে, প্রাথমিকভাবে লাহোরের ডেভিস রোড ও গুলবার্গে অবস্থিত টিসিএস এক্সপ্রেস সেন্টারগুলোতে টিকিট পাওয়া যাবে। গত ২৫ মে থেকে এই সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগে, পিএসএলের গ্যালারিতে দশর্ক খরা দেখা গিয়েছিল। এবার দর্শকদের মাঠে ফেরাতে টিকিটের দাম কমিয়েছে পিসিবি।
এমআই