Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আজ, খেলা দেখবেন কোথায়?

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আজ, খেলা দেখবেন কোথায়?

খেলা ডেস্ক

২৮ মে ২০২৫, ১২:১৬

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একই সময়ে সিরিজের বাকি ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে। আগামী ১ জুন শেষ ম্যাচের মাধ্যমে পর্দা টানবে এ সিরিজ।

তিন ম্যাচের এই সিরিজ পাঁচে ম্যাচে হওয়ার কথা ছিল। কিন্তু পাক-ভারত যুদ্ধের প্রভাবে সেটা কমে তিন ম্যাচে নেমেছে। অন্যদিকে ২৫ মে থেকে শুরু হতে চলা এ সিরিজ পিছিয়ে ২৮ মে শুরু হচ্ছে। আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য একত্রে স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রাতে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়

পাকিস্তানে যাওয়ার আগে ঘোষিত স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে বিসিবি। ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার সৌম্য সরকার। বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও পেসার সৈয়দ খালেদ আহমেদ।

বিপরীতে পিএসএলে দুর্দান্ত ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে পাকিস্তান। যদিও শাহিন আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকারা এ দলে নেই।

এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান ১৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে। ২০১৬ সাল থেকে পাকিস্তানকে কুড়ি ওভারের ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ জাতীয় দল। সবশেষ ২০১৬ সালের এশিয়া কাপে মাহমুদউল্লাহের বীরত্বগাঁথা ইনিংসে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।

‘বাংলাদেশ ক্রিকেটের অগ্রসর-উন্নতি না দেখে অবাক লাগে’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখবেন কোথায়?

বাংলাদেশের ম্যাচ টিভিতে দেখা নিয়ে মাঝেমধ্যেই জটিলতায় পড়তে হয়। সবশেষ জিম্বাবুয়ে সিরিজ বাধ্য হয়ে বিটিভিতে সম্প্রচার করার ব্যবস্থা করেছিল বিসিবি। তবে পাকিস্তান সিরিজে সেই জটিলতা আপাতত থাকছে না। বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে দেখা যাবে বাংলাদেশের খেলা।

আয়োজক পাকিস্তানে সিরিজটি দেখা যাবে টেন স্পোর্টস ও এ স্পোর্টসে। তামাশা ও ট্যাপম্যাড অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া আফ্রিকায় সুপার স্পোর্ট, যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় ক্রিকবাজ, শ্রীলঙ্কায় ডায়লগ ও উত্তর আমেরিকায় উইলো টিভি সরাসরি সম্প্রচার করবে সিরিজটি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখবেন যেখানে

দেশ চ্যানেল/ওটিটি
বাংলাদেশ টি-স্পোর্টস, নাগরিক
আফ্রিকা সুপারস্পোর্ট
মধ্যপ্রাচ্য (MENA) ক্রিকবাজ
পাকিস্তান টেন-স্পোর্টস, এ স্পোর্টস
যুক্তরাষ্ট্র ও কানাডা উইলো টিভি
শ্রীলঙ্কা ডায়লগ
যুক্তরাজ্য এআরওয়াই ডিজিটাল
অ্যাপ তামাশা, ট্যাপম্যাড

এমআই