
সিরিজ শুরু হওয়ার আগেই দুঃসংবাদ দিল পাকিস্তান
খেলা ডেস্ক
২৭ মে ২০২৫, ১৮:৩৮
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী ২৮ মে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। সময়ের হিসাবে মাত্র এক ঘণ্টা বাকি। কিন্তু এর আগেই নতুন দুঃসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস থাকছে না।
পিসিবির সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। যদিও ডিআরএস না থাকা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিশ্ব ক্রিকেটে ডিআরএস প্রযুক্তি সরবরাহ করা একমাত্র প্রতিষ্ঠান হক-আই। এই প্রযুক্তি তত্ত্বাবধানের দায়িত্বে কাজ করা অধিকাংশ কর্মকর্তাই ভারতীয়। সম্প্রতি ঘটে যাওয়া ভারত-পাকিস্তান সংঘাতে মাঝ পথে স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এরপরই দেশটি ত্যাগ করেন প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল।
পরিস্থিতি স্বাভাবিক হলে পিএসএল পুনরায় শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু যুদ্ধের পরবর্তী সময়ে পিএসএলে আর ডিআরএস দেখা যায়নি। মূলত ডিআরএস পরিচালনাকারী ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানে না ফেরায় এই প্রযুক্তি ব্যবহার করা যায়নি।
পাক-ভারতের যুদ্ধের প্রভাব বাংলাদেশে সিরিজে আগেই লেগেছিল। যে কারণে সূচি বদলের সাথে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সংখ্যাও কমেছে। এবার একই কারণে পুরো সিরিজে ডিআরএস সুবিধা পাওয়া যাবে না। তাতে বল ট্র্যাকিং, আলট্রা এজ প্রযুক্তির বিষয়ে পুরোটাই আম্পায়ারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে।
বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ বলছে, ডিআরএস প্রযুক্তি ব্যবহারের মতো প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফ এই মুহূর্তে পাকিস্তানে নেই। সে কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ মে, ৩০ মে ও ১ জুন হতে যাওয়া সিরিজে এই প্রযুক্তি থাকছে না।
এদিকে ডিআরএস না থাকার খবরের মাঝেও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে। তাতে পাকিস্তান ছাড়া বিদেশি কোনো ম্যাচ অফিসিয়াল দেখা যায়নি। একে তো সব পাকিস্তানি আম্পায়ার, দ্বিতীয়ত কোনো উন্নত প্রযুক্তির ব্যবহার থাকছে না। তাতে পাকিস্তান সিরিজে আম্পায়ারিং নিয়ে স্বচ্ছতার সংকট দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এমআই