Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানে খেলতে যাবেন না নাহিদ রানা, কারণ কী?

পাকিস্তানে খেলতে যাবেন না নাহিদ রানা, কারণ কী?

খেলা ডেস্ক

২১ মে ২০২৫, ১৮:০২

পাক-ভারত সংঘাতে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যুদ্ধ বিরতির পর সেই অনিশ্চয়তা কেটে গেছে। বাংলাদেশ সিরিজকে ঘিরে ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য সময়সূচিও জানিয়েছে পাক ক্রিকেটের অভিভাবক সংস্থা।

আরব আমিরাত সিরিজ শেষেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। তবে পাকিস্তানে খেলতে যাবেন না বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। বিসিবির ঘোষিত দল থেকে ইতোমধ্যে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। নাহিদ ছাড়াও পাকিস্তানে যাবেন না কোচিং প্যানেলের দুই সদস্য।

নাহিদদের ম্যাচের ভেন্যুতে ড্রোন হামলা, স্থগিত পিএসএল

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তানে যাচ্ছে না। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার নাথান কেলিও যাচ্ছে না সেখানে। বাকিদের সবাই যাচ্ছে। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। তারাও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

নাহিদ রানার না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফাহিম বলেন, ‘ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন রানা।’ বাকি দুই কোচিং স্টাফ নিয়ে কিছু না বললেও নিরাপত্তার জন্য তারা পাকিস্তান সফরে যাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।

বিদেশি টুর্নামেন্টে খেলতে এনওসির আবেদন করলেন নাহিদ-রিশাদ

পাকিস্তানে নাহিদের না যাওয়ার আরেকটি কারণ হতে পারে, যুদ্ধ ভীতি। ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হওয়ার সময় পিএসএল খেলতে দেশটিতে অবস্থান করছিলেন নাহিদ রানা। আচমকা লেগে যাওয়া যুদ্ধ খুব কাছ থেকেই পরখ করেছেন এই স্পিডস্টার। ফলে সেই আতঙ্ক থেকে পাকিস্তান সফর এড়িয়ে যাচ্ছেন নাহিদ।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে। একদিন বিরতি দিয়ে ৩০ মে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। পুনরায় একদিন বিরতি দিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১ জুন। সবগুলো ম্যাচ গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এমআই