
দুবাই বিমানবন্দরে তিন রাত আটকা ছিল নাহিদ-রিশাদ!
খেলা ডেস্ক
১৭ মে ২০২৫, ১৫:৩৫
পাকিস্তানে যাওয়ার আগে আরব আমিরাতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজ শুরু হচ্ছে আজ। আমিরাতের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজকে ঘিরে গত বুধবার দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। স্কোয়াডের সদস্য হিসেবে সেখানে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।
দুবাই বিমানবন্দরে নামা বাংলাদেশ দলের সবাই নির্দিষ্ট গন্তব্যে গেলেও সেখানে যেতে পারেননি এই দুই ক্রিকেটার। ইমিগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরেই প্রায় তিন রাত কাটাতে হয়েছে বাংলাদেশের দুই তারকাকে। অতঃপর বাংলাদেশের উচ্চ মহলের মধ্যস্ততায় শুক্রবার রাত দুইটার পর ছাড়া পান নাহিদ-রিশাদ।
দুবাই বিমানবন্দরে নাহিদ-রিশাদকে কেন আটকানো হয়েছে, তা নিয়ে অবগত নয় বিসিবি। ধারণা করা হচ্ছে, পিএসএলে খেলে ফেরার পথে কোনো জটিলতার কারণে এমনটা হতে পারে।
আমিরাত সফরে যাওয়ার আগে পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়েছিলেন নাহিদ-রিশাদ। তবে পাক-ভারত সংঘাতে পিএসএলের পুরো আসর না খেলেই দেশে ফিরেছেন তারা। গত ১০ মে দুবাই হয়ে ঢাকায় ফিরেছেন তারা। আপাতত পিএসএলে ফেরার পরিকল্পনা নেই উভয় ক্রিকেটারের।
এদিকে গতকাল (শুক্রবার) রাতে বাংলাদেশের মূল স্কোয়াডের সঙ্গে যোগ দেন নাহিদ-রিশাদ। এর আগে ভিসা জটিলতা থাকায় দুই ক্রিকেটার এয়ারপোর্টের পাশেই একটি হোটেলে ছিলেন। সেই জটিলতা কাটিয়ে যোগ দিয়েছেন দলের সঙ্গে। সবকিছু ঠিক থাকলে রিশাদ-রানাকে আজ (শনিবার) একাদশেও দেখা যেতে পারে।
এমআই