Advertisement
Us Bangla Airlines
‘পাকিস্তানে আমরা সিরিজ জিততে এসেছি’ 

‘পাকিস্তানে আমরা সিরিজ জিততে এসেছি’ 

খেলা ডেস্ক

২৭ মে ২০২৫, ১১:৪৯

পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। টাইগারদের প্রস্তুতিটা ভালো হয়নি। স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল লিটন দাসের দল। মরুর দেশের বিপক্ষে পিছিয়ে পড়লেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ দল।

গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। পাকিস্তানকে ভয়ংকর দল মনে করলেও তাদের সিরিজ হারিয়ে বাড়ি ফিরতে চান লিটনদের গুরু।

সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘এটা পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কি না জানি না। আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময়। আমরা সিরিজ জিততে এসেছি। যেকোনো সময়েই পাকিস্তান ভয়ংকর দল। সহজভাবে নেওয়া যাবে না। যেকোনো দিন তারা ভালো খেলতে পারে।’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ দল

সিমন্স আরও বলেন, ‘আপনারা বারবার বলছেন পাকিস্তান ভালো করছে না। তবে পাকিস্তান তো পাকিস্তানই। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হার অনেক হতাশাজনক ছিল। তবে আমরা মানসিকভাবে চাঙ্গা আছি। মোরালি সব বেশ ভালো আছে। আমার মনে হয় সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলছি পাকিস্তান ইদানীং ভালো খেলছে না। তবে এটা নির্দিষ্ট দিনের বিষয়। তবে আমি মনে করি সিরিজ জয়ের এটা ভালো সুযোগ।’

রিশাদের অভিজ্ঞতা নিয়ে সিমন্স বলেছেন, ‘হ্যাঁ, পিএসএলের অভিজ্ঞতা সহায়তা করতে পারে। আমরা এখানকার কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করছি। এখানে কয়েকজন পিএসএল খেলেছে, শন (টেইট), মুশিরা (মুশতাক আহমেদ) পিএসএলে ছিল। ওদের কাছ থেকে তথ্য, অভিজ্ঞতা নিতে পারব এবং সিদ্ধান্ত নিতে পারব।’

এমআই