Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ দল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ দল

খেলা ডেস্ক

২৬ মে ২০২৫, ১৪:৩৭

পাকিস্তানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে সেটা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রূপান্তর করা হয়। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সেই টি-টোয়েন্টি সিরিজ তিন ম্যাচে নেমে আসে।

কুড়ি ওভারের এই সিরিজ খেলতে ইতোমধ্যে পাকিস্তানে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। নিরাপত্তা এবং কূটনৈতিক জটিলতা কাটাতেই দুই বহরে পাকিস্তানে পৌঁছায় টাইগার ক্রিকেটাররা। প্রথম বহরে ১০ জনের এই দলে ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। 

পাকিস্তানে সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলতে বিসিবিকে পরামর্শ

এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ এ বহরে পাকিস্তানে পৌঁছেছেন।

আজ সোমবার সকালে বাংলাদেশ ক্রিকেটের দ্বিতীয় বহরও লাহোরে পৌঁছেছে। দ্বিতীয় ধাপে পাকিস্তানে গিয়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান। এছাড়া নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম ছিলেন এই বহরে।

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন আহমেদও আজ পাকিস্তানে পৌঁছেছেন।

নিরাপত্তার কারণে দলের সঙ্গে পাকিস্তানে যাননি পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। ইনজুরির কারণে ঘোষিত স্কোয়াডে একাধিক বদল এসেছে। সৌম্য সরকারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। মোস্তাফিজের ইনজুরির কারণে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ।

খালেদ অবশ্য সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। এছাড়া বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করা রিশাদ ও মিরাজ শিগগিরই দলের সঙ্গে যুক্ত হবেন। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি 

তারিখ  ম্যাচ  ভেন্যু
২৮ মে ১ম টি-টোয়েন্টি লাহোর
৩০ মে ২য় টি-টোয়েন্টি লাহোর
১ জুন ৩য় টি-টোয়েন্টি লাহোর

এমআই