
বাংলাদেশ সিরিজে ডাক পাওয়া সেই পাকিস্তানির বিশ্বরেকর্ড!
খেলা ডেস্ক
২২ মে ২০২৫, ১৭:৫৭
জাতীয় দলের শুরুটা ভালো হয়নি শাহিবজাদা ফারহানের। পাকিস্তানের হয়ে নয়টি-টোয়েন্টি ইনিংসে ফারহানের রান মাত্র ৮৬। গড় খুবই লজ্জাজনক, ৯.৫৫! এক ম্যাচে ৩৯ এবং আরেক ম্যাচে ১৯ করা শাহিবজাদা বাকি ম্যাচগুলো আউট হয়েছেন একক সংখ্যায়। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সেই ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। গতকাল নতুন সিরিজকে ঘিরে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পিসিবি। সেই স্কোয়াডে রয়েছেন ওপেনার শাহিবজাদা ফারহান। ঘরোয়া লিগে সম্প্রতি দুর্দান্ত সময় পার করছেন এই ব্যাটার। টি-টোয়েন্টিতে চলতি মৌসুমে ইতোমধ্যে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বেশ সফল ইসলামাবাদ ইউনাইটেডের এই ক্রিকেটার। পিএসএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ফাইনাল উঠার ম্যাচে গতকাল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলেছিল ইসলামাবাদ। সৌদ শাকিলের দলের বিপক্ষে ৩৫ বলে ৫২ রান করেছিলেন শাহিবজাদা ফারহান।
ম্যাচটিতে শেষ পর্যন্ত শাহিবজাদারা না জিতলেও তার ফিফটিতে নতুন বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে কম ইনিংসে ১০০০ টি-টোয়েন্টি রান করার বিশ্বরেকর্ড গড়েছেন এই ক্রিকেটার। ২০২৫ সালে এসে মাত্র ১৮ ইনিংসেই হাজার রান পূরণ করেছেন তিনি।
বিশ্বরেকর্ডটা অবশ্য ভাগ করে নিতে হচ্ছে শাহিবজাদাকে। তবে যার সঙ্গে ভাগ করছেন, তার নামটাও ক্রিকেটে কিংবদন্তির পর্যায়েই। ২০১৬ সালে নিজের ফর্মের চূড়ায় দাঁড়িয়ে ১৮ ইনিংসেই টি-টোয়েন্টিতে ১ হাজার রান করেছিলেন বিরাট কোহলি।
বিশ্বরেকর্ডের তালিকায় এই দুই ক্রিকেটারের পরেই আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এক ক্যালেন্ডার বছরে মাত্র ২০ ইনিংস খেলে হাজার রান করেছেন তিনি।
এর আগে গত ১৫ এপ্রিল আরেকটি বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন শাহিবজাদা। মাত্র ৯ ইনিংসের ব্যবধানেই ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তিনি। এক বছরে ৪টি টি-টোয়েন্টি শতক আছে একাধিক ব্যাটারের। তবে সবচেয়ে কম ম্যাচ খেলে সেই রেকর্ডের শীর্ষে ওঠেছেন শাহিবজাদা।
এমআই