
০,০, ১০৫- অভিষেক সিরিজেই ইতিহাস গড়লেন নেওয়াজ!
খেলা ডেস্ক
২১ মার্চ ২০২৫, ২০:১৩
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল ওপেনার হাসান নাওয়াজের। ক্যারিয়ারের প্রথম সিরিজের শুরুর দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন এই ক্রিকেটার। তাতে উভয় ম্যাচেই শোচনীয়ভাবে হেরেছিল পাকিস্তান দল। তবে সিরিজের ম্যাচে কিউই বোলারদের জন্য হাসান হয়ে ওঠেছেন মূর্তিমান আতঙ্ক।
ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী ছিলেন এই ওপেনার। নিউজিল্যান্ড বোলারদের কচুকাটা করে মাত্র ৪৪ বলে শতকের মাইলফলক ছুঁয়েছেন তিনি। যেখানে ১০ বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কা হাঁকিয়েছেন হাসান, স্ট্রাইকরেট ২৩৩। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের হয়ে মাত্র ৪ জন ক্রিকেটার সেঞ্চুরি করেছেন, যেখানে হাসান নেওয়াজের অবস্থান চতুর্থ।
তবে সেঞ্চুরির মাধ্যমে এই ক্রিকেটার গড়েছেন ইতিহাস। টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড এখন হাসান নেওয়াজের। অভিষেক সিরিজেই সেঞ্চুরি হাঁকানো এই ক্রিকেটার শতক ছুঁতে খেলেছেন মাত্র ৪৪ বল। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার বাবর আজম। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতকের মাইলফলক স্পর্শ করতে সেদিন বাবর খেলেছিলেন ৪৯ বল।
এছাড়া পাকিস্তানের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে শতক করা বাকি দুই ক্রিকেটার হলেন আহমেদ শেহজাদ এবং মোহাম্মদ রিজওয়ান। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকাতে ৫৮ বল খেলেছিলেন শেহজাদ। এছাড়া প্রোটিয়াদের বিপক্ষে শতক করতে ৬৪ বল খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান।
উল্লেখ্য, পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারের সংখ্যা ৪ জন হলে শতকের সংখ্যা ৬টি। যার তিনটির মালিক সাবেক অধিনায়ক বাবর আজম।
এদিকে হাসান নেওয়াজের ইতিহাস গড়ার দিনে পাকিস্তানও গড়েছে বিশ্বরেকর্ড। অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ২০৪ রান তাড়ায় পাকিস্তান জিতেছে ২৪ বল ও ৯ উইকেট হাতে রেখে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দুই শতাধিক রান তাড়ায় ১৬ ওভারের মধ্যে ম্যাচ জয়ের ঘটনা এটিই প্রথম।
এমআই