Advertisement
Us Bangla Airlines
জরিমানার কবলে পাকিস্তানের ক্রিকেটাররা, কারণ কী?

জরিমানার কবলে পাকিস্তানের ক্রিকেটাররা, কারণ কী?

খেলা ডেস্ক

১৫ মার্চ ২০২৫, ১৪:১৬

পাকিস্তান ক্রিকেটের দুর্দিন যেন কাটছেই না। স্বাগতিক দেশ হয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম দল হিসেবে বাদ পড়েছিল রিজওয়ানের দল। এরপর টি-টোয়েন্টি দলে আসে বড় রদবদল। বাবর-রিজওয়ানদের মতো বড় তারকাকে বাদ দিয়ে দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কুড়ি ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক নিয়ে সমালোচনার কবলে বোর্ড। 

দেশটির টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান আলী আগা। যার ব্যাটিং গড় ১০, স্ট্রাইক রেট ৭৯। সহ-অধিনায়ক পদে দায়িত্ব পাওয়া শাদাব খান দীর্ঘদিন পর কিসের ভিত্তিতে দলে জায়গা পেলেন, তার ব্যাখ্যাও দেয়নি পিসিবি। এতসব আলোচনা-সমালোচনার মাঝে ৮ ক্রিকেটারকে বড় অঙ্কের জরিমানা করে বসল পাকিস্তান।

ভারতের কাছে হারায় বাবর-শাহিনদের ধুয়ে দিচ্ছেন সাবেকরা

জরিমানার তালিকায় আছেন আলোচিত অধিনায়ক সালমান আলী আগা। এছাড়া আমের জামাল, সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদিও যুক্ত হয়েছেন জরিমানার তালিকায়। বিষয়টি জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

জানা যায়, রাজনৈতিক স্লোগান লেখা ক্যাপ পরে  সাক্ষাৎকার দিয়েছিলেন অলরাউন্ডার আমের জামাল। ফলে নীতিবিরুদ্ধ কাজ করায় তাকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। পাকিস্তানি মুদ্রার হিসাবে সংখ্যাটা ১.৩ মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় সাড়ে ৫ লাখের বেশি। গত অক্টোবরে ইংল্যান্ড সিরিজে আমের জামাল বিধি ভাঙেন বলে অভিযোগ পাকিস্তানের। 

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে দলটির আরও তিন ক্রিকেটার নাকি বিধি ভঙ্গ করেন। পিসিবি তাদের জরিমানা করেছে ৫ লাখ রুপি করে। কয়েকজন শাস্তি পেয়েছেন টিম হোটেলে দেরি করে পৌঁছার কারণে। মোট ৮ জন ক্রিকেটারকে জরিমানা করেছে পিসিবি। জরিমানার সর্বমোট অংকটা ৩ মিলিয়ন পাকিস্তানি রুপি, বা বাংলাদেশি টাকায় ১৩ লাখ। 

গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরেও অনিয়ম খুঁজে পেয়েছে পিসিবি। ওই সিরিজে নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছেন সালমান আগা আলী, সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদি।

এমআই