Advertisement
Us Bangla Airlines
ঘুমিয়ে পড়ে টাইমড আউট, ৩ বল ৪ উইকেট- পাকিস্তানে উদ্ভট কাণ্ড

ঘুমিয়ে পড়ে টাইমড আউট, ৩ বল ৪ উইকেট- পাকিস্তানে উদ্ভট কাণ্ড

খেলা ডেস্ক

০৬ মার্চ ২০২৫, ১৬:১২

পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। ফ্লাইড লাইটের আলোর নিচে এই খেলা রাত আড়াইটা পর্যন্ত চলে। গতকাল পাকিস্তানের প্রেসিডেন্টস কাপ গ্রেড-১ টুর্নামেন্টে স্টেট ব্যাংক অব পাকিস্তান দলের হয়ে খেলেছিলেন দেশটির উঠতি তারকা সৌদ শাকিল। কিন্তু সেই ম্যাচে এক উদ্ভট কাণ্ড করে বসলেন পাকিস্তানি তারকা।

মাঠে ব্যাট করতে না নেমেই আউট হয়েছেন তিনি। পাকিস্তানি গণমাধ্যম বলছে, ড্রেসিংরুমে ঘুমিয়েই পড়েছিলেন সৌদ শাকিল। সেই ঘুম না ভাঙার কারণেই হয়েছেন টাইমড আউট। অবশ্য কিছু গণমাধ্যম জানাচ্ছে, ঘুমিয়ে পড়ার জন্য টাইমড আউট হননি সৌদ। তবে ঘটনা যেমনই হোক, সৌদ শেষ পর্যন্ত আউট হয়েছেন নির্ধারিত সময়ে ক্রিজে উপস্থিত না থাকায়। 

প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে টাইমড আউট হয়ে প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে পেশাদার ক্রিকেটে এমন বিব্রতকর নজির গড়লেন সৌদ শাকিল। সবমিলিয়ে মাত্র ৭ম ক্রিকেটার হিসেবে এমন আউট হওয়ার নজির এটি। 

ঘটনার সূত্রপাত মোহাম্মদ শেহজাদের বলে উমর আমিন এবং ফাওয়াদ আলমের পরপর দুই বলে আউট হওয়ার পর। পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে এসবিপি ১২৮ রানে ১ উইকেট থেকে চলে যায় ১২৮ রানে ৩ উইকেটে। এরপরেই সৌদ শাকিল ঘুমকাণ্ডে হয়েছেন টাইমড আউট। তাতে ১২৮ রানে ৪ উইকেটের পতন। 

শাকিলকে টাইম আউট দেওয়ার পর মাঠে আসেন ব্যাটার ইরফান খান। কিন্তু প্রথম বলেই আউট হন তিনি। তাতে ১২৮ রানেই ৫ উইকেট হারায় স্টেট ব্যাংক অব পাকিস্তান। অথচ এই চার উইকেট হারায় সৌদ শাকিলদের প্রতিপক্ষকে খরচ করতে হয়েছে মাত্র ৩ বল। আর এমন বিপর্যয়ের পর এসবিপি অলআউট হয়েছে ২০৫ রানে। তবে এর মাঝেই জন্ম দিয়েছে দুই অদ্ভুত ঘটনা।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইম আউট হয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেওয়া হয়।

এমআই