ভারতের কাছে হারায় বাবর-শাহিনদের ধুয়ে দিচ্ছেন সাবেকরা
খেলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৮
দীর্ঘ ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। তাতে স্বাগতিক দেশ হিসেবেই বিশ্লেষকদের কাছে ফেভারিট ছিল রিজওয়ানের দল। কিন্তু ব্যাটে-বলে ছন্দ না পাওয়া পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে বসেছে। এতেই নিশ্চিত বাবর আজমদের বিদায় এক প্রকার নিশ্চিত। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে পাকিস্তান জিতলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকছে না তাদের সামনে।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল পাকিস্তান। এরপরেও তাদের সেমিতে খেলার আশা ছিল। কিন্তু রিজওয়ানদের আশার কফিনে গতকাল শেষ পেরেক মেরেছে ভারত। তাতে আয়োজক দেশ হয়েও সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ছে তারা। আইসিসি টুর্নামেন্টে বাবর-শাহিনদের এমন হযবরল পারফরম্যান্স দেখে চটেছেন হাফিজ, ওয়াসিম আকরামরা।

শাহিন আফিদ্রি, নাসিম শাহের সমালোচনা করে পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ বলেন, ‘শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের ত্রয়ী ২০২৩ এশিয়া কাপ, ৫০-ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। কাজেই এটা স্বীকার করার সময় এসেছে যে, তাদের প্রতিভা থাকা সত্ত্বেও, তারা পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্ট জেতার যোগ্যতা প্রমাণ করতে পারেনি।’
হাফিজের এমন সমালোচনা ফেলে দেওয়ার মতো নয়। ফাস্ট বোলারদের আতুঁড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তানি বোলারদের সেই ক্ষুরধার পারফরম্যান্স আর নেই। ভারতে বিপক্ষে কোনো রকম পাত্তাই পায়নি পাকিস্তানের পেসাররা। শাহিন আফ্রিদি দুটি উইকেট পেলেও তিনি ওভার প্রতি খরচ করেছেন ৯.২৫ রান। হারিস রান দিয়েছেন ওভার প্রতি ৭.৪২ গড়ে।
পেসারদের ব্যর্থ জানিয়ে হাফিজ বলেন, ‘শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের ত্রয়ী ২০২৩ এশিয়া কাপ, ৫০-ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। কাজেই এটা স্বীকার করার সময় এসেছে যে, তাদের প্রতিভা থাকা সত্ত্বেও, তারা পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্ট জেতার যোগ্যতা প্রমাণ করতে পারেনি।’

এই পেস ত্রয়ীকে ছেঁটে ফেলে তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও জানান হাফিজ, ‘আসুন আমরা এগিয়ে যাই। মোহাম্মদ আলী, খুররম শাহজাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ, এবং মীর হামজার মতো অন্যান্য বোলারদের সুযোগ দেই। এই খেলোয়াড়রা তাদের সুযোগের জন্য অপেক্ষা করছে- তারাও একজন পাকিস্তানি এবং সুযোগের যোগ্য।’
বাবরকে নিয়েও কঠোর অবস্থানে হাফিজ, ‘বাবর আজম গত ১০ বছর ধরে পাকিস্তানের হয়ে খেলছেন। তবুও তিনি পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে একক জয় নিশ্চিত করতে সাহায্য করতে পারেননি।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও নিন্দা করেছেন পাকিস্তানের পেস ত্রয়ীর। সাবেক এই কিংবদন্তির মতে, ওমান ও যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ অবস্থা পাকিস্তানি বোলারদের।

ওয়াসিম বলেন, ‘যথেষ্ট হয়েছে। আপনারা তাদের তারকা বানিয়েছেন। গত পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা ৬০ গড়ে ২৪ উইকেট নিতে পেরেছে। অর্থাৎ প্রতি উইকেটে ৬০ রান খরচ করেছে তারা। আমাদের গড় ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও খারাপ। যে ১৪টি দল ওয়ানডে খেলছে, তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় সর্বাধিক খারাপ।’
এমআই