Advertisement
Us Bangla Airlines
পরিসংখ্যানে দুর্দান্ত বাবর ওপেনিংয়ে বিধ্বস্ত

পরিসংখ্যানে দুর্দান্ত বাবর ওপেনিংয়ে বিধ্বস্ত

খেলা ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭

বিশ্ব ক্রিকেটে আনপ্রেডিক্টেবল দল হিসেবে পরিচিত পাকিস্তান। কোন টুর্নামেন্টে, কখন জ্বলে ওঠবে তার কোনো ইয়াত্তা নেই। খুব ফর্মে থেকেও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণীর ম্যাচে পাকিস্তানের হেরে যাওয়ার রেকর্ড রয়েছে। আবার ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খুবই বাজে শুরুর পর শিরোপা জিতেছিল এশিয়ার দলটি।

জাতীয় দলের মতোই যেন অনিশ্চিত বাবর আজমের ফর্ম। কখন, কোন সিরিজে ভালো খেলবেন তা অনুমান করা কঠিন। বরং ব্যাট হাতে রান সংকটে ভোগায় পাকিস্তান তারকাকে একাদশ থেকেও বাদ দেওয়া হয়েছিল। তবুও পরিসংখ্যান বিবেচনায় বাবর আজম এখনো পাকিস্তান ওয়ানডে দলের সেরা ব্যাটসম্যান।

ওপনিংয়ে বাবর আজমের সবশেষ ৫ ইনিংস- ১০, ২৩, ২৯, ৬৪, ২৩। 

পাকিস্তানের হয়ে ওয়ানডেতে ১২৪ ইনিংস ব্যাট করেছেন বাবর আজম। তাতে ৫৫.৮০ গড়ে করেছেন ৬০৮৩ রান। যেখানে ৩৫ ফিফটির সঙ্গে ১৯ শতকের রেকর্ড রয়েছে বাবরের নামে। এত দারুণ রেকর্ড আর পরিসংখ্যানে ওয়ানডেতে ব্যাটিং র‌্যাংকিংয়ে লম্বা সময় রাজত্ব করেছেন বাবর। বর্তমানে তার অবস্থান দ্বিতীয়। তবুও সাবেক ক্রিকেটারদের ধুয়োধ্বনি শুনতে হয় এই ব্যাটারকে।

বাবরকে নিয়ে সমালোচনার কারণও রয়েছে। চলতি বছরে ৫ ইনিংস ব্যাট করেও এই তারকা ব্যাটারের গড় ৩০ এর নিচে। এমনকি সাইম আইয়ুবের ইনজুরিতে ওপেনিংয়ে সুযোগ পাওয়া বাবরের ফর্ম বিবর্ণই বলা চলে। বরং পরিসংখ্যানের বিচারে পুরো ক্যারিয়ারে দুর্দান্ত বাবরকে দেখা গেলেও ওপেনিংয়ে তিনি যেন বিধ্বস্ত ব্যাটার।

আইসিসির নিয়মের কাছে ভারতের নতি স্বীকার

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭ ইনিংসে ওপেন করতে নেমেছেন বাবর আজম। যার দুই ইনিংস ২০১৫ সালে এবং বাকি ৫ ইনিংস চলতি বছরে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা দুই ম্যাচেই শুরুতে ব্যাটিং করতে নেমেছেন তিনি। সবমিলিয়ে ওপেনার বাবরের পরিসংখ্যান- ৭ ম্যাচে ২৫ গড়ে ১৭৫ রান। বিনা শতকের সঙ্গে একটি মাত্র অর্ধশতকের ইনিংস রয়েছে তাঁর।

ইনিংসগুলোতে শুরু পেলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি বাবর। পাকিস্তানের এই তারকা ব্যাটারের সবশেষ ৫ ইনিংস- ১০, ২৩, ২৯, ৬৪, ২৩। ওপেনার সংকটে পড়া পাকিস্তান বাবরকে দিয়ে খরা সামলানোর চেষ্টা করলেও কাজের কাজটা হচ্ছে না। উল্টো আরও বিধ্বস্ত রূপে দেখা দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

এমআই