
সেই পাকিস্তানকে বুকে নিয়ে খেলবে ভারতীয় ক্রিকেটাররা
খেলা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১
চ্যাম্পিয়নস ট্রফির শুরুর আগে ভারতের নানান অজুহাতের গল্প দেখেছে সমগ্র বিশ্ব। নিরাপত্তার অজুহাতে শেষ পর্যন্ত আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আইসিসির আট জাতির টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হবে।
সংযুক্ত আরব আমিরাতে রোহিতদের খেলার সুযোগ করে দিলেও এর মাঝে ওঠেছে নানান অজুহাতের গল্প। রূপকথা বা বাস্তবেই ঠাঁই পেয়েছে এসব গল্পের ইতিকথা। যা সম্প্রচারের দায়িত্ব নিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর মধ্যে একটি গুঞ্জন ছিল, ভারতের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম থাকবে না।
আইসিসির গাইডলাইন অনুযায়ী, প্রতিটি টুর্নামেন্টে আয়োজক দেশের নাম লোগোতে থাকা বাধ্যতামূলক। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের খেলোয়াড়েরা ভারতের নামসহ জার্সি পরে খেলেছিলেন। কিন্তু সেটাই নাকি অমান্য করেতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই খবর ছড়িয়ে পড়ার পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এমন সংবাদের প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘আমরা আইসিসির প্রতিটি নিয়ম মেনে চলব। লোগো এবং ড্রেস কোড নিয়ে যা নিয়ম রয়েছে, সেটি আমরা যথাযথভাবে অনুসরণ করব।’ অর্থাৎ, জার্সিতে পাকিস্তানের নাম নিয়েই খেলতে নামবে ভারত। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।
গতকাল চ্যাম্পিয়নস ট্রফির জন্য আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করেছে ভারত ক্রিকেট দল। যেখানে টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজক দেশ পাকিস্তানের নাম দেখা গেছে। অর্থাৎ বিতর্ক ছড়ানো সেই ‘পাকিস্তান’ লেখাটি ডান বুকে ধারণ করেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামবেন কোহলি-রোহিতরা।
গুঞ্জন ছড়ানো ভারতীয় গণমাধ্যমকে একেবারে অবিশ্বাস করার উপায় নেই। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে বিসিসিআই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। কিন্তু গণমাধ্যমে জল্পনায় শেষ পর্যন্ত পাকিস্তানে খেলতে যেতে পারেননি রোহিত শর্মারা।
এছাড়া আইসিসির প্রত্যেক টুর্নামেন্টের আগে সাধারণত ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু আয়োজক দেশ পাকিস্তান হওয়ায় রোহিতকে সেই দেশে যেতে দেওয়া হবেনি বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। শেষমেশ ক্যাপ্টেনস ডে ছাড়াই আয়োজিত হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। সব মিলিয়ে এই দুই দেশের দ্বন্দ্বের প্রভাব ভালোই পড়েছে টুর্নামেন্টে।
এমআই