Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানে যাচ্ছেন রোহিত শর্মা, কারণ কী?

পাকিস্তানে যাচ্ছেন রোহিত শর্মা, কারণ কী?

খেলা ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৫, ২০:৪০

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগে বেশ জলঘোলা করেছিল ভারত-পাকিস্তান। দীর্ঘদিন পর শুরু হতে যাওয়া আইসিসির এই টুর্নামেন্ট নিয়ে দেখা গিয়েছিল ঘোর অনিশ্চয়তা। মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়নে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষমেশ উভয় দেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

সিদ্ধান্ত অনুযায়ী, হাইব্রিড মডেলেই এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। ফলে আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। যদিও শুরুতে হাইব্রিড মডেলের ঘোর বিরোধী ছিল পাকিস্তান। তবে শর্তসাপেক্ষে শেষমেশ ভারতের দাবি মেনে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

সিডনি টেস্টে একাদশ থেকে বাদ পড়ছেন রোহিত শর্মা!

১৯৯৬ সালের পর পাকিস্তানে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তার অজুহাতে পাকিস্তানের মাটি মাড়াবে না ভারতীয় ক্রিকেটাররা- এমন পুরনো খবরে দেখা দিয়েছে নতুন মোড়। ভারতে ক্রিকেট দল না গেলেও চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানে যাচ্ছেন রোহিত শর্মা।

আইসিসির সিদ্ধান্তকে মাড়িয়ে পাকিস্তানে কেন যাবেন রোহিত? এমন প্রশ্নের উত্তর জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। তাদের প্রতিবেদন থেকে জানা যায়, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আয়োজিত এই ইভেন্টে সব অংশগ্রহণকারী দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। পাকিস্তানের মাটিতে এই ফটোশুট এবং সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। ফলে অধিনায়ক হিসেবে পাকিস্তানে যেতে পারেন রোহিত।

রোহিতের ‘ফেইক’ স্ত্রীকে অশ্বিনের মেসেজ, অতঃপর যা হল

চ্যাম্পিয়নস ট্রফিতে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত। ফলে পাকিস্তানে যাওয়ার কোন উপলক্ষ নেই তাদের। তবে ফটোশুট করতে যদি রোহিত সত্যিই পাকিস্তানে যান, তবে প্রথমবারের মতো পাক ভূমিতে পা রাখবেন ভারতের অধিনায়ক। 

এমআই