Advertisement
Us Bangla Airlines
আইসিসির নিয়মের কাছে ভারতের নতি স্বীকার

আইসিসির নিয়মের কাছে ভারতের নতি স্বীকার

খেলা ডেস্ক

২২ জানুয়ারি ২০২৫, ২২:৫৬

পাকিস্তানের সঙ্গে ভারতের দৌরাত্ম্য দীর্ঘদিনের। রাজনৈতিক কারণে আইসিসি টুর্নামেন্ট ছাড়া এই দুই দল লম্বা সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। তবুও বাইশ গজে এই দুই দলের উত্তাপ বেশ উপভোগ করে ক্রিকেট ভক্তরা। চলতি বছরে পাকিস্তানে বসছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। কিন্তু নিরাপত্তার অজুহাতে দেশটিতে খেলতে যাবে না ভারত।

মূলত সর্ম্পকের দূরত্বেই পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মাদের অভিভাবক সংস্থা। কিন্তু এর মাঝেই চাউর উঠেছিল নতুন খবরের। চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখতে চায় না বিসিসিআই। কিন্তু আইসিসির গাইডলাইন অনুযায়ী, প্রতিটি টুর্নামেন্টে আয়োজক দেশের নাম লোগোতে থাকা বাধ্যতামূলক। 

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের খেলোয়াড়েরা ভারতের নামসহ জার্সি পরে খেলেছিলেন। ফলে আইসিসির নিয়মের কাছে নতি স্বীকার করতে হচ্ছে ভারতকে। সবশেষ খবর অনুযায়ী, জার্সিতে পাকিস্তানের নাম নিয়েই খেলতে নামবে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

বিসিসিআই সচিব বলেন, ‘আমরা আইসিসির প্রতিটি নিয়ম মেনে চলব। লোগো এবং ড্রেস কোড নিয়ে যা নিয়ম রয়েছে, সেটি আমরা যথাযথভাবে অনুসরণ করব।’

ফেব্রুয়ারি ১৯ তারিখে করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। তবে ভারতের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা পাকিস্তানে না গিয়ে হাইব্রিড মডেলে দুবাইয়ে তাদের ম্যাচ খেলবে। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে।

এমআই