Advertisement
Us Bangla Airlines
ভারত-পাকিস্তান মহারণে কে এগিয়ে, যা বলছে পরিসংখ্যান

ভারত-পাকিস্তান মহারণে কে এগিয়ে, যা বলছে পরিসংখ্যান

খেলা ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮

বিশ্ব ক্রিকেটের মহারণে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। ক্রিকেট, ঐতিহ্য, রাজনীতি- এই ম্যাচে সব মিলেমিশে একাকার। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এবার সেই ম্যাচ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অতীতের সব আসরের চেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ জেতার পাশাপাশি অপমানের বদলাও নিতে চাইবে পাকিস্তান।

২৯ বছর পর দেশের মাটিতে কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে পাকিস্তান। দেশটিতে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু বাকি দলগুলো পাকিস্তানে খেলতে গেলেও জের ধরেছে ভারত। শেষমেশ তারা আর পাকিস্তানে খেলতে যায়নি। উল্টো ভারতের প্রভাবের কাছে শেষ পর্যন্ত হার মেনেছে পাকিস্তান। শুধু রোহিত শর্মাদের ম্যাচ দুবাইয়ে আয়োজন করতে বাধ্য হয়েছে পিসিবি।

আইসিসির নিয়মের কাছে ভারতের নতি স্বীকার

ভারতের পাকিস্তানে ক্রিকেট খেলতে না যাওয়ার বিষয়টি শর্তসাপেক্ষে সমাধান হয়েছে। তবে শুধু শর্তই পাকিস্তানের কাছে সমাধান নয়। বরং ভারতকে হারিয়ে মাঠেই অপমানের জবাব দিতে চাইবে রিজওয়ানের দল। যদিও আইসিসি টুর্নামেন্ট বিবেচনায় ম্যাচের সিংহভাগ ফলাফল ভারতের পক্ষে কথা বলবে। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে এগিয়ে পাকিস্তান। 

আট জাতির এই টুর্নামেন্টের সবশেষ ফাইনালে ভারতকে উড়িয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। সবমিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। যেখানে পাকিস্তানের জয় ৩টি, ভারতের জয় ২টি।

আইসিসির সব টুর্নামেন্ট আমলে নিলে ভারতের দাপুটে অবস্থান পরিলক্ষিত হবে। বিশ্বমঞ্চে দুই দলের মোট ২১ বারের মুখোমুখি দেখায় ভারত জিতেছে ১৭টি ম্যাচ। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে জয় শতভাগ (৮টি)। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৮টির মধ্যে ৭টিতে জয় ভারতের। কেবল চ্যাম্পিয়নস ট্রফিতেই রোহিতদের তুলনায় এগিয়ে ভারত।

ওয়ানডে দুই দল ১৩৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ভারতের তুলনায় পাকিস্তানের ম্যাচ জেতার রেকর্ড বেশি। পাকিস্তানের ৭৩টি ম্যাচ জেতার বিপরীতে মাত্র ৫৭টি ম্যাচ জিতেছে রোহিত শর্মারা। অবশ্য দীর্ঘসময় ধরে উভয় দলের দ্বিপাক্ষিক ম্যাচ বন্ধ রয়েছে। বড় টুর্নামেন্ট ছাড়া ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর দ্বৈরথ দেখা যায় না। তাতে আইসিসির আসরে বিবেচনায় নতুন ম্যাচে ফেভারিট থাকবে ভারত।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে ভারত ক্রিকেট দল। সেখানে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সবশেষ ৫ ম্যাচে ৪ জয় ভারতের। যেখানে পাকিস্তানের ৫ ম্যাচের মধ্যে হার ৩টি।

এমআই