১৮০০ কোটি টাকায় স্টেডিয়াম সংস্কার করেও দর্শক পাকিস্তান!
খেলা ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯
চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির সঙ্গে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। নিরাপত্তার অজুহাতে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইতে খেলছে। বাকি দলগুলো ঘুরেফিরে খেলছে পাকিস্তানের তিন ভেন্যুতে। তবে ১৮০০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দর্শক হয়েই থাকবেন বাবর আজমেরা।
তর্কসাপেক্ষে, বর্তমানে পাকিস্তানের সবচেয়ে নান্দনিক ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ১৯৯৬ সালের বিশ্বকাপকে ঘিরে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়। এরপর নিয়মিত খেলা হলেও পর্যায়ক্রমে এই ভেন্যুতে পাকিস্তানের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা কমে আসে। চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে এই স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে খরচ হয়েছে এক হাজার ৮০০ কোটি টাকা।

নানন্দিক ডিজাইনের এই স্টেডিয়ামে গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়নি পাকিস্তান ক্রিকেট দল। নিজেদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ করাচি, দুবাই ও রাওয়ালপিন্ডিতে খেলেছে বাবর-রিজওয়ানেরা। সবচেয়ে বেশি খরচের এই ভেন্যুতে খেলতে পাকিস্তানকে সেমিফাইনালে ওঠতে হতো। চ্যাম্পিয়নস ট্রফির সূচি অনুযায়ী, সেমি ফাইনালের দুটো ম্যাচ দুবাই এবং লাহোরে অনুষ্ঠিত হবে। কিন্তু পাকিস্তানের সেই সুযোগ হয়ে ওঠেনি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। প্রথম ম্যাচেই কিউইদের কাছে ৬০ রানে হেরেছে রিজওয়ানের দল। পরবর্তী ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দুবাইয়ে একপেশে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মারা। তবুও ক্ষীণ আশা ছিল, যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ! আর ভারতও যদি নিউজিল্যান্ডকে হারায় গ্রুপের শেষ ম্যাচ। কিন্তু বাংলাদেশ কিউইদের সঙ্গে হেরে পাকিস্তানের সব আশা বরবাদ করে দেয়।

তাতে সেমিতে উঠতে না পারায় স্বাগতিক দেশ হয়েও ১৮০০ কোটি টাকা সংস্কার ব্যয়ের ভেন্যুতে দশর্ক হয়েই থাকবে পাকিস্তান দল। চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল খেলবে ভারত এবং নিউজিল্যান্ড। নিয়ম রক্ষার শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে খেলে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায় নিবে পাকিস্তান।
এমআই