
সুখবর পেলেন পাকিস্তানের হারিস রউফ
খেলা ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১৯:০০
চ্যাম্পিয়নস ট্রফিতে বল হাতে ব্যর্থ ছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। কিউইদের বিপক্ষে দশ ওভারে ৮৩ রান দেওয়ার পর ভারতের সঙ্গে ৭ ওভারে ৫২ রান দিয়েছেন তিনি। হারিসের এত বাজে সময়ের দিনে দলও বেশ বাজেভাবে হেরেছে। এবার জীবনের অন্যতম সেরা সুখবর পেলেন এই তারকা পেসার।
প্রথমবারের মতো বাবা হয়েছেন হারিস রউফ। হারিস ও তার স্ত্রী মুজনা মাসুদ মালিকের ঘর আলোকিত করে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান। যা নিশ্চিতভাবেই আনন্দে ভাসাচ্ছে রউফকে। এ ব্যাপারে হারিস অবশ্য এখনো কিছু জানাননি। তবে তার জাতীয় দলের সতীর্থরা তাকে শুভেচ্ছা জানানো শুরু করেছেন।
ইতোমধ্যে শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খান হারিসকে বাবা হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন। শাদাব খান হারিসকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেনে, ‘হারিস রউফ এবং তার পরিবারকে তার প্রথম সন্তানের জন্মের জন্য অভিনন্দন! ছোট্ট শিশু এবং তার পরিবারের জন্য সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।’
হারিসকে শুভেচ্ছা জানিয়ে আফ্রিদি লিখেছেন, ‘আপনার এবং আপনার পরিবারের জন্য অফুরন্ত আনন্দ এবং সুখ কামনা করছি।’
এমআই