Advertisement
Us Bangla Airlines
প্রচণ্ড গরমে খেলার মাঠে ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু

প্রচণ্ড গরমে খেলার মাঠে ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু

খেলা ডেস্ক

১৮ মার্চ ২০২৫, ১৬:২৬

অস্ট্রেলিয়া প্রচণ্ড গরমে ক্রিকেট খেলতে গিয়ে জুনাইদ জাফর খান নামের এক ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জুনাইদ পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর। টেক সেক্টরে কাজ করার জন্য ২০১৩ সালে পাকিস্তান থেকে অ্যাডিলেড আসেন তিনি।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম সূত্রে জানা যায়, দক্ষিণ অস্ট্রেলিয়ার কনকর্ডিয়া কলেজ ওভালে ওল্ড কনকর্ডিয়া ক্রিকেট ক্লাবের হয়ে ৪০ ওভার পর্যন্ত ফিল্ডিং করেন জুনাইদ। এরপর ব্যাটিংয়ে নেমে ১৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে প্রায় সাত ওভার ব্যাট করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জুনাইদ। তখন তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। 

জুনাইদ জাফর অসুস্থ হওয়ায় মাঠে তাৎক্ষণিকভাবে জরুরি সেবার লোকজন পৌঁছায় এবং তাকে বাঁচানোর জন্য সিপিআর দেওয়া হয়। পরিস্থিতির অবনতি দেখে দ্রুতই অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালেও পাঠানো হয় তাকে। তবে এত চেষ্টা করেও শেষ পর্যন্ত জুনাইদকে বাঁচানো যায়নি।

জানা যায়, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় রোজা রেখেই খেলতে নেমেছিলেন জুনাইদ জাফর। স্থানীয় সময় বেলা ৪টায় অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থা বেগতিক দেখে শেষদিকে রোজা ভেঙে নিয়মিত পানি খাচ্ছিলেন তিনি। তবে অতিরিক্ত গরমে হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ক্রিকেটার।

জুনাইদের মৃত্যুতে তার ক্লাব শোকবার্তা প্রকাশ করে জানায়, ‘ওল্ড কনকর্ডিয়ানস ক্রিকেট ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ওভালে কনকর্ডিয়া কলেজে খেলার সময় আজ মর্মান্তিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। মেডিকেল বিভাগের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। এই কঠিন সময়ে জুনাইদের পরিবার, বন্ধুবান্ধব এবং সতীর্থদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে ম্যাচ বাতিল করা হয়। এছাড়া ৪০ ডিগ্রি ছাড়ালে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি থাকার পরেও খেলা বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এমআই