Advertisement
Us Bangla Airlines
অলরাউন্ডার নয়, বোলার পরিচয়ে থাকতে চান নাসুম

অলরাউন্ডার নয়, বোলার পরিচয়ে থাকতে চান নাসুম

খেলা ডেস্ক

১৫ মার্চ ২০২৫, ১৯:০৬

বাঁহাতি ক্রিকেটারের খনি হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ দল। বাঁহাতি ব্যাটার কিংবা বাঁহাতি বোলার- উভয় অংশে বিশ্বের বাকি দেশগুলোকে ছাড়িয়ে যেত টাইগাররা। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এগারো জনের একাদশে ৯ জন বাঁহাতি খেলিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল বাংলাদেশ। বাঁহাতিদের তালিকায় টাইগারদের অবিচ্ছেদ্য প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান।

রাজনৈতিক বিড়ম্বনা আর বোলিং নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ দলে গেল কয়েক সিরিজ ধরেই নেই সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার লাল-সবুজের জার্সি আর গায়ে ছাপানোর সুযোগ পাবেন কি না, সেটাও সংশয়ের বিষয়। তবে সাকিবের অনুপস্থিতিতে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন নাসুম আহমেদ।

সিলেটের এই বোলার অবশ্য ১৫ জনের স্কোয়াডে থাকছেন নিয়মিত, তবে দলের কম্বিনেশনে খুব একটা সুযোগ মিলছে না। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে নাসুমের নাম থাকলেও ডাগ আউটের বেঞ্চে বসেই তার সময় কেটেছে। তবে বিষয়টি নিয়ে বাস্তববাদীই থাকতে চাচ্ছেন নাসুম। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

নাসুম বলেন, ‘আমি ম্যাচ খেলতে চাই এবং নিয়মিত ম্যাচ খেললেই নিজের দক্ষতা আরও বাড়াতে পারব। দলে যে বাঁহাতি স্পিনার থাকুক না কেন, উইকেট নিতে হবে আমাকে। যখন উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখতে পারব, তখনই মনে হবে আমি সফল। সামনে অনেক সিরিজ আছে। সুযোগ পেলে দলকে জেতানোর লক্ষ্যেই খেলব।’

জাতীয় দলে সুযোগ পেলে বলের পাশাপাশি ব্যাটেও অবদান রাখেন নাসুম আহমেদ। লোয়ার অর্ডারে ব্যাট করতে নামা নাসুমকে লম্বা ছক্কাও হাঁকাতে দেখা যায়। তবে দলের প্রয়োজনে ব্যাট করতে পারলেও নিজেকে অলরাউন্ডার ভাবতে নারাজ এই বাঁহাতি বোলার।

নাসুম বলেন, ‘আমার কাছে ‘বোলার’ পরিচয়টাই সবচেয়ে আগে। ব্যাট হাতে দলের চাহিদা মেটানোর চেষ্টা করি, তবে অলরাউন্ডার হতে চাই না। যদি দল আমার ব্যাটিং চায়, অবশ্যই আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডে, টি-টোয়েন্টিতে অভিষেক হলেও এখন পর্যন্ত লাল বলের ক্রিকেটে ডাক পাননি নাসুম। প্রথম শ্রেণিতে সবশেষ আসরে শিরোপা জেতা এই বোলার এখনো সাদা পোশাকে খেলার স্বপ্ন দেখেন। 

সিলেটের এই সন্তান বলেন, ‘আমার শৈশবের কোচও চাইতেন, আমি টেস্ট ক্রিকেটার হই। প্রথম শ্রেণির ক্রিকেটে আমার বোলিং রেকর্ড ভালো। তাই আমি মনে করি, টেস্ট খেলতে প্রস্তুত। আমি চাই, আমাকে “নাসুম আহমেদ” হিসেবেই দলে বিবেচনা করা হোক, তবে কারও বিকল্প ভূমিকায় নয়। সুযোগ পেলে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারব, আর সুযোগ না পেলে নিজের দুর্বলতা বোঝারও সুযোগ থাকবে। তবে নির্বাচকদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি শুধু প্রস্তুত থাকতে পারি।’

এমআই