
৯ ইনিংসে ৪ সেঞ্চুরি, ইতিহাসের পাতায় পাক ব্যাটার
খেলা ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১২:০৩
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে দল পাননি ওপেনার শাহিবজাদা ফারহান। সেটাই যেন আঁতে লেগেছে তার। গত মাসে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৬ ম্যাচের মধ্যে ৩টাতেই শতক হাঁকিয়েছেন তিনি। এরপর পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড দলে ডাক পান এই পাক ব্যাটার।
ন্যাশনাল কাপের ফর্ম যেন পিএসএলেও টেনে এনেছেন শাহিবজাদা। সোমবার (১৪ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচেই শতক হাঁকিয়েছেন এই ওপেনার। পেশাওয়ার জালমির বিপক্ষে ৫২ বলে ১০৬ রান করে আউট হয়েছেন তিনি। তাতেই বিশ্ব সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন এই পাকিস্তানি ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে ৪টি শতক হাঁকিয়েছেন শাহিবজাদা ফারহান। কুড়ি ওভারের ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি চার শতক হাঁকিয়েছেন শুধু গেইল, কোহলি, বাটলার ও গিল। তাদের পাশেই জায়গা করে নিলেন পাক ওপেনার শাহিবজাদা।
এদিকে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ইনিংসে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির কীর্তিতেও নাম লেখালেন তিনি। ৪টি সেঞ্চুরি করে ইতিহাস গড়তে এই ব্যাটার খেলেছেন মাত্র ৯ ইনিংস। যেখানে ৪ শতক হাঁকানো জশ বাটলারের ১৬ ইনিংস, শুভমান গিলের ২২ ইনিংস, কোহলির ২৫ ইনিংস এবং গেইলের ৩০ ইনিংস খেলতে হয়েছে।
এদিকে শাহিবজাদা ফারহানের ১০৬ রানের উপর ভর করে ২৪৩ রানের বিশাল পুঁজি পায় ইসলামাবাদ ইউনাইটেড। জবাবে ১৮.২ ওভারে মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় পেশাওয়ার জালমির ইনিংস। টানা দুই জয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইসলামাবাদ।
এমআই