
টি-টোয়েন্টিতে একাই ১৬২ রান, ইতিহাসের পাতায় পাক ক্রিকেটার!
খেলা ডেস্ক
২২ মার্চ ২০২৫, ২২:২৩
পাকিস্তানি ক্রিকেটার শাহিবজাদা ফারহানের পরিচিতি খুব একটা উল্লেখযোগ্য নয়। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই ব্যাটার মোটে ৯ ম্যাচ খেলেছেন। যেখানে ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন মাত্র দুই ইনিংস। গেল বছর জাতীয় দলে খেললেও বাজে ফর্মের কারণে কিউই সফরে যেতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ে বসেছেন এই ডানহাতি।
পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে পেশাওয়ার রিজিয়নের হয়ে খেলছেন ফারহান। টুর্নামেন্টটিতে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন এই ওপেনার। টানা চার ইনিংসে পেরিয়েছেন পঞ্চাশের ঘর, যার দুটোতে করেছেন সেঞ্চুরি। গতকাল মুলতান ক্রিকেট গ্রাউন্ডে কোয়েটা রিজিয়নের বিপক্ষে দেড়শোর কোটা ছাড়িয়েছেন তিনি।
কোয়েটার বিপক্ষে ১১ ছক্কা ও ১৪ চারে ৭২ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেন শাহিবজাদা ফারহান। এতেই গড়ে বসেন ইতিহাস। স্বীকৃত টি-টোয়েন্টিতে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহের খাতায় নাম লেখান এই ক্রিকেটার। এর আগে ২০১৭ সালে ৭১ বলে অপরাজিত ১৫০ রান করে এই তালিকার শীর্ষে ছিলেন কামরান আকমল।
তবে সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এটা তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রান। এই তালিকায় শীর্ষে আছেন সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইল। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের ইনিংস খেলেন ফিঞ্চ। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন গেইল।
১৬২ রান করে এই তালিকায় তৃতীয় স্থানে আসন গ্রহণ করা শাহিবজাদার ভাগীদার রয়েছেন একাধিক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে ১৬২ রানের ইনিংস আছে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসকাদজা, আফগানিস্তানের হাজরাতউল্লাহ জাজাই ও দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের।
এদিকে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে চার ইনিংসে ২৭ ছক্কায় ২০৭ গড় আর ১৮৯.৯০ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেন শাহিবজাদা ফারহান। এই টুর্নামেন্টে আড়াইশ রানও নেই আর কোনো ব্যাটারের। ২৩১ রান করে শাহিবজাদার পরে আছেন আবদুল্লাহ ফজল।
ঘরোয়া ক্রিকেটে আলোড়ন তোলা শাহিবজাদার আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য খুব বিবর্ণ। পাকিস্তানের হয়ে ৯ টি-টোয়েন্টি ইনিংসে ফারহানের রান মাত্র ৮৬। গড় খুবই লজ্জাজনক, ৯.৫৫! এক ম্যাচে ৩৯ এবং আরেক ম্যাচে ১৯ করা শাহিবজাদা বাকি ম্যাচগুলো আউট হয়েছেন একক সংখ্যায়।
এমআই