Advertisement
Us Bangla Airlines
রোজা রেখেই খেলতে নামছেন ইয়ামাল, যা বললেন স্পেন কোচ

রোজা রেখেই খেলতে নামছেন ইয়ামাল, যা বললেন স্পেন কোচ

খেলা ডেস্ক

২০ মার্চ ২০২৫, ২১:০৫

চ্যাম্পিয়নস লিগে কদিন আগেই রোজা রেখে মাঠে নেমেছিলেন লামিনে ইয়ামাল। সেই ম্যাচে মাঠেই ইফতার সেরেছিলেন এই ফুটবলার। বেনফিকার বিপক্ষে খেলা ম্যাচটিতে ইফতারের আগে অ্যাসিস্ট এবং ইফতারের পরে গোল করেছিলেন এই স্প্যানিশ তারকা। তাতে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে গোল, অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি।

ক্লাব ফুটবলের পর এবার জাতীয় দলেও রোজা রেখে খেলবেন লামিনে ইয়ামাল। লা রোহাদের জার্সিতে কোনো ফুটবলারের রোজা রেখে মাঠে নামার ঘটনা আগে দেখা ছিল না। ইয়ামালকেই প্রথম দেখা যাবে এমন রোজা নিয়ে মাঠে নামতে। উয়েফা নেশন্স লিগের সূচিতে নেদারল্যান্ডসের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচের দুই সূচিতে রোজা নিয়েই খেলবেন ইয়ামাল। 

রোজা রেখে খেলেছিলেন ম্যাচ, ইফতার সেরেই করলেন বিশ্বরেকর্ড

প্রথম লেগে আজ রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগ আগামী রোববার স্পেনের মাঠে।

তবে রোজা রেখে মুসলিম ফুটবলার ইয়ামালকে নিয়ে আপত্তি নেই স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের। গতকাল ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে তিনি  বলেন, ‘এটা আমাদের কাছে পুরোপুরি স্বাভাবিক ব্যাপার। সে তার ক্লাবে (বার্সেলোনা) যে নীতিমালা, নিয়মকানুন অনুসরণ করছে, এখানেই তা-ই করবে। চিকিৎসা দল ও পুষ্টিবিদ তাকে খাওয়াদাওয়া সম্পর্কে নির্দেশিকা দিয়েছে।’

রোজা রেখে কোনো ফুটবলারকে এই প্রথম খেলতে দেখেছেন লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘সকল বিশ্বাসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে খেলার জন্য একদম সেরা অবস্থায় আছে। যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’

রোজা রেখেই খেলছেন ১৯ বছরের তরুণ ইয়ামাল

স্পেনে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২৫ লাখ। ইয়ামাল তাদেরই একজন। বাবা মরক্কো আর মা গিনির হওয়ায় তিনিও ইসলাম ধর্মের অনুসারী। দাদির কাছে বেড়ে ওঠা ইয়ামাল ধর্মীয় সব রীতি-নীতি পালন করছেন। তবে ইয়ামালই স্পেন জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ফুটবলার নন। আদামা ত্রাওরে, আনসু ফাতি, মুনির এল হাদ্দাদিরাও ইসলাম ধর্মাবলম্বী। 

এমআই