
বাংলাদেশের জার্সিতে হামজার ম্যাচ কবে, কোথায়?
খেলা ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১৭:৪৭
দেশের ফুটবলে এখন সবচেয়ে বড় বিজ্ঞাপন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছেন। হামজাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। ম্যানচেস্টার সিটি থেকে গতকাল সরাসরি সিলেটে পা রেখে তার উত্তাপ কিছুটা হলেও টের পেয়েছেন হামজা। যার রেশ এখনো কাটেনি।
দেশের প্রতি হামজার প্রীতিও কম নয়। লাল-সবুজের জার্সিতে খেলার স্বপ্ন দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন তিনি। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেও যোগাযোগ করা হয়। নিয়ম-নীতি আর দাপ্তরিক কার্যক্রম সামলে সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পান হামজা।
লাল-সবুজের জার্সিতে খেলার লালিত স্বপ্ন পূরণ হতে আর এক ধাপ দূরে এই ফুটবলার। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজা চৌধুরির। ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশের মাটিতে হামজার খেলা দেখতে অবশ্য ভক্তদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ১০ জুন হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের মাধ্যমেই ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের দেশের মাটিতে অভিষেক হবে।
হামজার প্রথম হোম ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিষ্ঠানটির সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘১০ জুন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে। অসংখ্য ফুটবলপ্রেমী স্টেডিয়ামে এসে ম্যাচটি দেখতে চাইবে। জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতা বেশি। এটি দেশের প্রধান ফুটবল ভেন্যুও। আমরা চাই ঢাকায় হামজার প্রথম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হোক। এর মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফুটবল ফিরবে। তাই বড় ম্যাচ দিয়েই হোক সেই ফেরা।’
এমআই