
পছন্দের পজিশন মিডফিল্ড, কত নম্বর জার্সি চান হামজা?
খেলা ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ০০:২০
সিলেট বিমানবন্দরে হামজার সঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব তেমন যুতসই হয়নি। তাই সিলেট থেকে হামজার বাড়ি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন মিডিয়াকর্মীরা। হবিগঞ্জের বাহুবলে স্মানঘাটে হামজা তার বাড়ির সামনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠান শেষে ইফতারের পর বাড়ির উঠানে হবিগঞ্জ ও ঢাকা থেকে যাওয়া সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ ফুটবল লিগে খেলেছেন হামজা দেওয়ান চৌধুরি। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাংলাদেশের জার্সিতে খেলবেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশে এসেছেন। তাই সিলেট ও হবিগঞ্জ দুই জায়গায় হামজাকে দেখতে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়।
এত মানুষের জমায়েত বেশ উপভোগ করেছেন হামজা,' আমি বাবার সঙ্গে মাতছি ( আলোচনা করেছি )। বহুত ভালো লাগছে।' হামজা চৌধুরি বাংলাদেশে কত নম্বর জার্সি পড়ে খেলবেন ? এ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে আলোচনা। আজ হামজার বাড়িতে সাংবাদিকরা সরাসরি তাকেই জিজ্ঞেস করলে তিনি বলেন,' ৮ নম্বর। '
হামজা মিডফিল্ড ও রক্ষণ দুই পজিশনেই খেলতে পারেন। বাংলাদেশ দলে কোন পজিশনে খেলবেন সেটাও জানিয়েছেন,' মিডফিল্ড পছন্দ করি। '
হাজার হাজার মানুষ হামজাকে দেখতে সশরীরে এসেছেন। এর বাইরে সামাজিক মাধ্যমে তাকে অনুসরণ করছেন লাখ লাখ ফুটবলপ্রেমী। ভক্তদের এত প্রত্যাশা অনেক সময় ক্রীড়াবিদদের চাপ হিসেবে কাজ করে। তবে হামজা এতে মোটেও চাপ অনুভব করছেন না,' না না মোটেও চাপ লাগছে না। জনগণ আসছে ভালোবাসা প্রদর্শন করছে। এটা চাপ নয় ভালো খেলার অনুপ্রেরণা। '
হামজা বাংলাদেশি সংস্কৃতি বেড়ে উঠলেও তার স্ত্রী ও সন্তানরা ইংল্যান্ডের সংস্কৃতি বহন করেন। বাংলাদেশে হামজার আথিতেয়তা ও এত জনগণের উপস্থিতি তার পরিবারও পছন্দ করছে,' এত ভালোবাসা আমি আসলে ব্যাখ্যা করতে পারব না। স্ত্রীও পছন্দ করছে এত ভালোবাসায়।'
এমআই