Advertisement
Us Bangla Airlines
অভিষেকেই চমক: পিএসএলের রেকর্ডবইয়ে রিশাদের নাম

অভিষেকেই চমক: পিএসএলের রেকর্ডবইয়ে রিশাদের নাম

খেলা ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ১১:৫৪

পিএসএলের উদ্বোধনী ম্যাচেই খেলেছিল রিশাদের দল লাহোর কালান্দার্স। টিম কম্বিনেশনের কারণে সেই ম্যাচে সুযোগ পাননি টাইগার লেগ স্পিনার। তবে দলের দ্বিতীয় ম্যাচেই অভিষেক হয়েছে রিশাদের। বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অভিষেক ম্যাচেই চমক দেখালেন টাইগার ক্রিকেটার।

ব্যাট হাতে ১ বলে ১ রান করার পর বল হাতে দেখিয়েছেন আসল খেল। প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৩১ রানে ৩ উইকেট শিকার করেছেন রিশাদ। এর মধ্যে কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশোর উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন টাইগার স্পিনার। এরপর মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ তুলে নিয়ে কফিনে শেষ পেরেক ঢুকেছেন তিনি।

পিএসএলের অভিষেক ম্যাচেই ৩ উইকেট তোলা রিশাদ রেকর্ডবুকের ৩ তালিকায় নাম লিখিয়েছেন। যার দুটো পিএসএলের সাপেক্ষে। আর একটা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায়। 

পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগারের দুইয়ে আছেন রিশাদ হোসেন। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে দুই উইকেটের বোলিং ফিগারকে। শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদ। 

৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগারে দুইয়ে চলে এসেছেন রিশাদ। উদ্বোধনী ম্যাচেই লাহোরের বিপক্ষে ইসলামাবাদের পেসার জেসন হোল্ডার পেয়েছিলেন ৪ উইকেট। সেটাই সেরার তালিকায়। এরপরেই রিশাদের ৩ উইকেটের এই বোলিং ফিগার। 

তৃতীয় রেকর্ড বাংলাদেশের সাপেক্ষে। বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে অভিষেক ম্যাচে দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার এতদিন পর্যন্ত ছিল তানজিম হাসান সাকিবের। গেল বছর গ্লোবাল সুপার লিগে করেছিলেন এই কীর্তি। সেটা গতকাল টপকে গেলেন রিশাদ হোসেন।

এমআই