Advertisement
Us Bangla Airlines
রিশাদকে বাংলা ভাষায় বরণ, যা বললেন সতীর্থ শাহিন-রাজা

রিশাদকে বাংলা ভাষায় বরণ, যা বললেন সতীর্থ শাহিন-রাজা

খেলা ডেস্ক

০৯ এপ্রিল ২০২৫, ১৭:১৬

জাতীয় দলে অভিষেক হওয়ার পর ৩টি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। ভিসা জটিলতায় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবং অনাপত্তি পত্র না পাওয়ায় বিগ ব্যাশে খেলতে পারেননি টাইগার লেগ স্পিনার। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট থেকে লাহোর কালান্দার্স দলে সুযোগ পাওয়া রিশাদকে এবার অনাপত্তি পত্র দিয়েছে বিসিবি।

গত ৬ এপ্রিল রাতে পিএসএলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রিশাদ হোসেন। ইতোমধ্যে দলের সঙ্গে টিম হোটেলেও উঠেছেন এই লেগ স্পিনার। গতকাল মধ্যরাতে টিম হোটেলে রিশাদকে চমকে দিয়েছেন লাহোর কালান্দার্সের সতীর্থ শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দারা রাজা। এ সময় দলটির মালিক ও টিম ডিরেক্টর সামিন রানাও উপস্থিত ছিলেন।

কালান্দার্সের ফেসবুকে পেজে দেওয়া এক ভিডিওতে দেখা যায়, বিদেশি ক্রিকেটারদের রুমে গিয়ে দেখা করেন লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিক ও টিম ডিরেক্টর সামিন রানা, আইকন ক্রিকেটার শাহিন আফ্রিদি ও জিম্বাবুইয়ান তারকা সিকান্দার রাজা। যেখানে একে একে বিদেশি ক্রিকেটার রিশাদ, কুশল পেরেরা, টম কারান, ডেভিড ভিসা ও স্যাম বিলিংসকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন শাহিনরা।

রিশাদের সঙ্গে দেখা হতেই বাংলা ভাষায় কথা বলে ওঠেন শাহিন-রাজারা। ‘আসসালামু আলাইকুম, কেমন আছো?’ এরপর শাহিন আফ্রিদি বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ বাংলাদেশে প্রায়ই খেলে থাকা জিম্বাবুইয়ান তারকা সিকান্দার রাজাও টুকটাক বাংলা জানেন। 

রিশাদকে জড়িয়ে ধরে রাজা বলেন, ‘তুমি আমার বন্ধু হবে? হবে না? শাহিন ভাইয়ের?’ রিশাদও জবাবে বলেন ‘হবো, হবো।’ পরে শাহিন ম্যানেজার ও মালিক সামিন রানার সঙ্গে রিশাদকে পরিচয় করিয়ে দেন। রিশাদের সঙ্গে অবশ্য উর্দুতেই কথা বলেন সামিন।

বাংলাদেশি লেগ স্পিনারকে তার টিম ডিরেক্টর জিজ্ঞেস করেন, ‘উর্দু বলতে পারো তো?’ জবাবে বাংলাদেশি লেগ স্পিনার হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর লাহোরের স্বত্বাধিকারী ও টিম ডিরেক্টর সামিন বলেন, ‘তাহলে তো খুব মজা হবে!’ এরপর রিশাদকে তিনি বাংলায় বলেন, ‘প্রেশার নিও না।’

পিএসএলের উদ্বোধনী দিনে মাঠে নামছে রিশাদের দল লাহোর কালান্দার্স। আগামী ১১ এপ্রিল  ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে দলটি।

এমআই