
এবার রিশাদদের কোচ হলেন রাসেল ডমিঙ্গো
খেলা ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১৭:৩১
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের স্টারবয় রিশাদ হোসেন। সেই দলেই যুক্ত হচ্ছেন সাবেক বাংলাদেশি সদস্য। তিনি অবশ্য ক্রিকেটার নন, কোচ। পিএসএলে টাইগারদের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়োগ দিয়েছে রিশাদের দল লাহোর কালান্দার্স।
সামাজিক মাধ্যমে আজ (শনিবার) এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ডোমিঙ্গের দেওয়া এক ভিডিও বার্তাও প্রকাশ করে লাহোর কালান্দার্স।
নতুন দায়িত্ব প্রসঙ্গে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। সেখানে কাজ শুরু করতে, ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে, ম্যানজমেন্টের সঙ্গে বোঝাপড়া গড়তে এবং দারুণ রোমাঞ্চকর একটি অভিযানের প্রস্তুতি শুরুর অংশ হতে তর সইছে না আমার।’
ঘরের মাটিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করালেও বিদেশি লিগে এটাই ডেমিঙ্গোর প্রথম দায়িত্ব। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশি দল হিসেবে বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করার পর স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান এ প্রোটিয়া।
বাংলাদেশের আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন ৫০ বছর বয়সী রাসেল ডোমিঙ্গো। এবার পাকিস্তান সুপার লিগে প্রধান কোচের পদে দায়িত্ব পালন করতে আসছেন তিনি।
পিএসএলে লাহোর কালন্দার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করার কথা ছিল ডারেন গফের। তবে ইংল্যান্ডের সাবেক এই পেসার ব্যাক্তিগত কারণ দেখিয়ে আসর শুরুর আগেই সরে দাঁড়িয়েছেন। এবার তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন রাসেল ডোমিঙ্গো। আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে ডোমিঙ্গোর দল লাহোর কালান্দার্স।
এমআই