Advertisement
Us Bangla Airlines
লিটনদের বোলিং কোচ হলেন শন টেইট

লিটনদের বোলিং কোচ হলেন শন টেইট

খেলা ডেস্ক

০৭ এপ্রিল ২০২৫, ১৪:২৯

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। পিএসএলের দশম আসর শুরুর আগে ইতোমধ্যে দলটি নিজেদের গোছানো শুরু করে দিয়েছে। গত সপ্তাহে দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। এবার সহকারী কোচ নিয়োগ দিয়েছে করাচি কিংস।

লিটনদের দলের পেস বোলিং ও সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শন টেইট। ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে দেওয়া এক বার্তায় শন টেইটকে কোচিং প্যানেলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে করাচি কিংস।

জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য শন টেইট। ইতোমধ্যে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টেও কাজ করেন সাবেক অজি বোলার। বিপিএলের এবারের মৌসুমে চট্টগ্রাম কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন শন টেইট।

এছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস এবং আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে বাংলা টাইগার্স দলের কোচিং প্যানেলে দেখা গিয়েছে তাঁকে। এবার পিএসএলে করাচি কিংসের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এর মাঝে বাংলাদেশের দলের বোলিং কোচ হওয়ার আলোচনায় আছেন শন টেইট।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই স্পিড স্টার। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে শিকার করেছেন ৯৫টি উইকেট। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নেওয়ার পর ২০২১ সাল থেকে কোচিং পেশায় যুক্ত হন তিনি।

এমআই