
পিএসএলের ধারাভাষ্যে বাংলাদেশের সাবেক ক্রিকেটার
খেলা ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১৩:১২
বাংলাদেশের হয়ে ১৯৮৮ সালে অভিষেক হয়েছিল আথার আলীর। লাল-সবুজের জার্সিতে এরপর দশ বছর প্রতিনিধিত্ব করেছেন এই ক্রিকেটার। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে খেলা ওয়ানডে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আথার আলী। এরপর পুরোদস্তুর ধারাভাষ্যকার বনে যান এই বাংলাদেশি ক্রিকেটার।
বাংলাদেশের ক্রিকেট মানেই যেন ধারাভাষ্য প্যানেলে আথার আলী। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিশ্বকাপের মতো আইসিসির বড় মঞ্চ, সবখানেই দেখা মিলে তার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আথারকে ধারাভাষ্যের মঞ্চে দেখা গেছে। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য দিতে যাচ্ছেন তিনি।
গতকাল (৬ এপ্রিল) পিএসএলের দশম আসরের জন্য ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে মাইক্রোফোন হাতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে দেখা যাবে আথার আলীকে। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এই ঘরোয়া টুর্নামেন্টে আথার ছাড়াও থাকছেন আরও ১৫ জন ধারাভাষ্যকার।
এদের মধ্যে রয়েছেন- ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে।
পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক—আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।
Mic Check, Legends Ready
Posted by Pakistan Super League on Sunday, April 6, 2025
এ ছাড়া প্রথমবারের মতো সম্পূর্ণ উর্দু ধারাভাষ্যও প্রচার করবে তারা। সেই প্যানেলে থাকবেন—আলী ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট ও তারিক সাঈদ। পাকিস্তানের মূল ধারাভাষ্যকাররাও কিছু নির্বাচিত অংশে উর্দু ধারাভাষ্যে অংশ নেবেন।
এছাড়া এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস উপস্থাপকের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। যেখানে অংশ নিবে বাংলাদেশের তিন ক্রিকেটার। নাহিদ রানা পেশওয়ার জালমি, লিটন দাস করাচি কিংস এবং লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন।
এমআই