
লাহোর কালান্দার্সকে নিয়ে নিজের লক্ষ্য জানালেন রিশাদ
খেলা ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করায় বিশ্ব ক্রিকেটে আলাদা নজর কেড়েছিলেন রিশাদ হোসেন। এরপরই বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে একাধিকবার ডাক পেয়েছেন এই লেগ স্পিনার। গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন।
এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রিশাদকে দলে টেনেছিল টরন্টো ন্যাশনালস। ভিসা জটিলতায় সেবার কানাডা যেতে পারেননি এই লেগি। বিগ ব্যাশে যেতে বিপিএলের সূচি ব্যস্ততায়। তবে বিপিএলে খেলা অবস্থায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। টাইগার স্পিনারকে দলে টেনেছে লাহোর কালান্দার্স।
আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা না থাকায় রিশাদকে পিএসএলের পুরো মৌসুম খেলার অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে আগামীকাল পিএসএলের উদ্দেশ্যে রওনা দিবেন টাইগার স্পিনার। এর আগে আজ (শনিবার) গণমাধ্যমে পিএসএলে নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন রিশাদ হোসেন।
মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিশাদ বলেন, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটে চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব। এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’
বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফির অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রিশাদ, ‘পাকিস্তানের উইকেট দেখেছি, যতগুলো ব্যাটসম্যানের বিপক্ষে খেলেছি, ওদের সম্পর্কে ধারণা আছে; সেগুলো নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে—এসব আরকি।’
রিশাদ ছাড়াও পিএসএলে খেলবেন টাইগার ওপেনার লিটন দাস এবং স্পিড স্টার নাহিদ রানা। লিটন করাচি কিংস আর নাহিদ খেলবেন পেশওয়ার জালমিতে। আগামী ১১ এপ্রিল টুর্নামেন্ট শুরুর দিনেই ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর।
এমআই