
তামিমের বদলে যাকে অধিনায়ক বানাতে চায় মোহামেডান
খেলা ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ২০:৪৪
রমজানের শেষদিকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। শাইনপুকুরের বিপক্ষে টসের পর আর মাঠে নামতে পারেননি মোহামেডান অধিনায়ক। তামিমের অসুস্থতা ডিপিএল তো বটেই, ক্রিকেট থেকে লম্বা দিনের জন্য ছিটকে দিয়েছে। ফলে ডিপিএলের মাঝে এসে নতুন অধিনায়ক খুঁজছে টিম মোহামেডান।
ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকে ডিপিএলের নবম রাউন্ড মাঠে গড়াবে। এর আগেই অধিনায়কের দায়িত্বটা নতুন কাউকে বুঝিয়ে দিতে চায় টিম ম্যানেজমেন্ট। তামিমের অসুস্থতার দিনে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। সাদা পোশাকের নিয়মিত মুখ হিসেবে সেখানে অংশ নিবেন মিরাজ। ফলে মিরাজের কাছে নেতৃত্বভার অর্পিত হচ্ছে না। তাতে তাওহীদ হৃদয়ের হাতেই উঠতে পারে মোহামেডানের অধিনায়কত্ব। দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনও তেমনটি ইঙ্গিত দিয়েছেন আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে।
অধিনায়ক প্রসঙ্গে শিপন বলছিলেন, ‘আগামীকালকে (শনিবার) অফিসিয়াল অনুশীলন শুরু। তারপরে জানতে পারব আসলে কে হবে। এখন পর্যন্ত তাওহীদ হৃদয়ের ভালো সুযোগ রয়েছে। দুই একটি ম্যাচ সে কন্ট্রোল করেছে তামিম যখন বাইরে ছিল তখন। পসিবিলিটি বেশি তবে সেটা টিম ম্যানেজমেন্ট দেখবে বা সেটা ক্লাব দেখবে।’
‘এইবার একটা লিগ হচ্ছে যেটা খেলা ইম্পরট্যান্ট সবাই বলছে। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। তো আমরা চাচ্ছি প্রতিটা ম্যাচ জিতে সুপার লিগ ধরে রাখতে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কোনো অপশন নেই। একটা ম্যাচ হেরে গেলে আমরা অনেক পিছিয়ে যাব’- যোগ করেন তিনি।
এমআই