
তামিমের জায়গায় ওপেনে নেমে মিরাজের রেকর্ড!
খেলা ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ১৯:৫০
শাইনপুকুরের বিপক্ষে শুধু টসেই ছিলেন তামিম ইকবাল খান। এরপর বুকে ব্যথা, স্ট্রোক, হাসপাতালে ভর্তি। অবস্থা এতটাই গুরুতর ছিলো যে তামিমকে এয়ার এম্বুল্যান্সেও তোলা সম্ভব ছিল না। পরে বিকেএসপি থেকে তামিমকে নেওয়া হয় সাভারের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।
ডাক্তারদের পরামর্শে তামিমের হার্টে রিং পরানো হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় বাঁহাতি ওপেনারকে। সবশেষ খবর অনুযায়ী, তামিমের জ্ঞান ফিরেছে। ইতোমধ্যে পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি।
তামিমের সঙ্গে ঘটে যাওয়া এত বড় দুর্ঘটনার মাঝেও বিকেএসপিতে চলেছিল ম্যাচ। মোহামেডানের ব্যাটিং ইনিংসে তামিমের জায়গায় দলটির হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ। শাইনপুকুরের বিপক্ষে ব্যাট করতে নেমেই সেঞ্চুরির দেখা পান এই অলরাউন্ডার। ডিপিএলের চলতি আসর তো বটেই, ঘরোয়া লিগের এই টুর্নামেন্টে এটাই মিরাজের প্রথম শতক।
প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। এর আগের দুটোই করেছেন জাতীয় দলের জার্সিতে। ২০২৩ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মিরাজ। ১১২ রানের সেই অপরাজিত ইনিংস এখন পর্যন্ত তার ব্যক্তিগত সর্বোচ্চ। তার এক বছর আগে, ২০২২ সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে শতকের দেখা পেয়েছিলেন এই অলরাউন্ডার।
এদিকে মিরাজের সেঞ্চুরিতে ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় তামিম ইকবালেন নেতৃত্বাধীন দল মোহামেডান। ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২২৩ রান করে দলটি। শাইনপুকুরের অধিনায়ক রায়হান রাফসানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৭ রান।
মোহামেডানের হয়ে শাইনপুকুরের ৩টি উইকেট তুলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া নাসুম, মিরাজ, সাইফউদ্দিন ২টি এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১টি উইকেট শিকার করেন।
শাইনপুকুরের দেওয়া ২২৪ রানের লক্ষ্যে দুর্দান্ত শুরু পায় মোহামেডান। ওপেনিং জুটিতে মিরাজ এবং রনি তালুকদার মিলে করেছিলেন ১৬৪ রান। জুটি ভাঙ্গার আগে ৮৬ বলে ১০৩ রান করে আউট হয়েছেন মেহেদি মিরাজ। রনি তালুকদার পেয়েছেন অর্ধশতকের দেখা। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৬১ রান করেছিলেন তিনি।
তামিমের অসুস্থতার খবরে এদিন ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দলটির হয়ে চার এবং পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সাইফউদ্দিন এবং নাসুম আহমেদ। এই দুই ক্রিকেটারের ব্যাটে ভর করে ৪২.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ম্যাচ শেষে সতীর্থ তামিম ইকবালকে দেখতে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদি মিরাজ হাসপাতালে গিয়েছেন বলে জানা গেছে।
এমআই