Advertisement
Us Bangla Airlines
রোজার মাসে ডিপিএল পেছানো নিয়ে যা ভাবছে বিসিবি

রোজার মাসে ডিপিএল পেছানো নিয়ে যা ভাবছে বিসিবি

খেলা ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ১৬:২৯

আলোচনাটা হয়েছিল আগেই। রোজাতে চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হওয়ায় ক্রিকেটারদের কষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। বিকেএসপিতে অসুস্থ হওয়ার কিছুক্ষণ আগে গণমাধ্যমে একই কথা বলেছিলেন তামিম ইকবাল। তবে তামিমের গুরুতর অসুস্থতার খবরে বিষয়টি বেশ জোরালো হয়েছে।

এতেও যেন খুব একটা হুশ আসেনি বিসিবির। বরং রোজার মাসে ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই বলে  বিসিবির জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। আগামীতেও এই ক্যালেন্ডার মেনেই হবে ডিপিএল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

লাইফ সাপোর্টে তামিম ইকবাল!

ফাহিম বলেন, ‘রোজার মধ্যে খেলার অনেক নেগেটিভ ব্যাপার আছে। অন্যদিকে যদি ভাবি, রোজার একমাস না খেললে কী দাঁড়াবে? একমাস বন্ধ করে দিলে তারপরে কিন্তু আমরা খেলতে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে চলতে পারব না। এমন হতে পারে তখনই আন্তর্জাতিক ক্রিকেট থাকবে। ওইসব ভাবলে দেখা যাবে খেলা বন্ধ করা যাবে না।’

তামিমের অসুস্থতার ঘটনায় বিষয়টা নিয়ে আন্তরিক হতে চেয়েছে বিসিবি। তবে ডিপিএলের ক্যালেন্ডার না বদলে কীভাবে ক্রিকেটার ফ্রেন্ডলি করা যায়, সেটা ভাবা হচ্ছে। আগামী মৌসুম থেকেই যে পথে হাঁটবে সিসিডিএম।

এমন দিন নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না তাসকিন!

ফাহিম বলেন, ‘ঢাকার মাঠে খেলার পর সহজেই সবাই বাড়ি চলে যায়। ভালো করে ঘুমায়, পরদিন সকালে ভালো করে আসে। বিকেএসপিতে গেলে কিন্তু সেটা হচ্ছে না, যেতে হচ্ছে খুব ভোরে, আসতে হয় রাতে। এর মধ্যে যে সময়টুকু পায়, তার মধ্যে মনে হয় না খুব ভালো রিকভারি হয়। এই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে। এটা করতে পারলে মনে হয় রোজা খুব বড় বাধা হবে।’

গেল কয়েক বছর ধরে রোজাতেই আটকে যাচ্ছে ডিপিএলের সূচি। গরম এবং রোজা রেখে ক্রিকেটারদের খেলা চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য। এ নিয়ে ক্রিকেটাররা বেশ কয়েকবার আপত্তি জানালেও তা পরিবর্তন হয়নি। তামিমের অসুস্থতার খবরে বিষয়টিতে পরিবর্তনের আভাস দেখা গেলেও পুরনো পথেই হাঁটার গল্প শোনালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআই